পরিবারের সঙ্গে ইবজিয়াতে মেসি


প্রকাশিত: ০২:১১ পিএম, ১৩ জুলাই ২০১৬

টানা তৃতীয় ফাইনালে হারের দুঃখ কাটাতে অবকাশ যাপনে ইবজিয়াতে আছেন মেসি। এসময় তার সঙ্গে আছেন বান্ধবী অ্যান্তোনিলা রোকোজ্জু ও দুই ছেলে।  

messi

কয়েক দিন আগে শতবর্ষী কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে চিলির কাছে টাইব্রেকারে হেরে যায় আর্জেন্টিনা। টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হয়েছিলেন দলটির অধিনায়ক মেসি। এরপর অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।

messi

এদিকে কর ফাঁকি মামলায় লিওনেল মেসিকে ২১ মাসের কারাদণ্ড দিয়েছে বার্সেলোনার একটি আদালত। ২১ মাসের কারাদণ্ডের পাশাপাশি মেসিকে ২০ লাখ ইউরো জরিমানা করা হয়। সব মিলিয়ে সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না মেসির।

তবে অবকাশে মেসিকে অনেকটা নির্ভার দেখা গেছে। দুই ছেলেকে ও বান্ধবীকে নিয়ে ভালো সময়ই পার করছেন বার্সা এই তারকা।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।