সিদ্দিকুর নন কাজী শাহানাই প্রথম


প্রকাশিত: ০৯:০৫ এএম, ১২ জুলাই ২০১৬

১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক থেকে নিয়মিত অংশ নিয়ে আসছে বাংলাদেশ। সেই থেকে বাংলাদেশি ক্রীড়াবিদদের অলিম্পিকে জায়গা করে নিতে হতো বিশেষ কোটা ওয়াইল্ড কার্ডের মাধ্যমে।

রিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান। তবে তিনি নন, বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিকে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করা প্রথম অলিম্পিয়ান কাজী শাহানা পারভীন।

১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে কোয়ালিফাই স্কোর করে সরাসরি মূল পর্বে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন কাজী শাহানা।

এআরবি/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।