ইউরোর সেরা একাদশে রোনালদো


প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১১ জুলাই ২০১৬

ফ্রান্সের বিপক্ষে পর্তুগালের ১-০ গোলের জয়ের মধ্য দিয়ে পর্দা নামলো ইউরোর ১৫ তম আসরের। প্রথমবারের মত ইউরো কাপ জিতে দশম দল হিসেবে ইউরো জয় করলো রোনালদোর পর্তুগাল। বরাবরের মত এবারও উয়েফা ইউরো কাপের সেরা একাদশ ঘোষণা করছে। যেখানে রোনালদোসহ পর্তুগিজদের জয়জয়কার।

প্রথমবারের মত ২৪টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত হওয়া এ টুর্নামেন্টে আলো ছড়িয়েছে অনেক অখ্যাত এবং তরুণ ফুটবলাররা। আবার নামের ভারে অনেক ফুটবলার আসলেও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি তারা।

উয়েফা তাদের ওয়েবসাইটে আনুষ্ঠিক এক বিবৃতিতে ইউরোর সেরা একাদশ ঘোষণা করে। যেখানে দেখা গেছে পর্তুগালের রয়েছে চারজন ফুটবলার। রানার্সআপ ফ্রান্সের রয়েছে মাত্র দুজন ফুটবলার। সেমিফাইনালে ফ্রান্সের কাছে হারা জার্মানির রয়েছে তিনজন ফুটবলার এবং পর্তুগিজদের কাছে হারা ওয়েলসের রয়েছেন দুজন ফুটবলার।

ইউরোর সেরা একাদশঃ রুই প্যাট্রিসিও (পর্তুগাল) , জেরোমি বোয়েটাং (জার্মানি), রাফায়েল গুয়েরিরো(পর্তুগাল), পেপে (পর্তুগাল), জশুয়া কিমিচ (জার্মানি), টনি ক্রুস (জার্মানি), দিমিত্রি পায়েত (ফ্রান্স),অ্যারন রামসে (ওয়েলস), জো অ্যালান (ওয়েলস), ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল), অ্যান্তনিও গ্রিজম্যান (ফ্রান্স)

আরআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।