রোনালদোর মন্ত্রেই এডেরের গোল


প্রকাশিত: ০৭:০৭ এএম, ১১ জুলাই ২০১৬

খেলার ৭৯তম মিনিটে রেনাতো সানচেজের পরিবর্তে এডেরকে মাঠে নামান পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস। রোনালদোকে হারিয়ে পর্তুগিজরা অনেক আগে থেকেই খোঁড়াচ্ছিল। একই সঙ্গে ফরাসিদের আক্রমণের ঢেউ ঠেকিয়ে রাখছিল তারা।

নির্ধারিত ৯০ মিনিট শেষ হয়ে খেলা গড়ালো অতিরিক্ত সময়ে। তার আগেই ড্রেসিং রূম ছেড়ে মাঠে চলে আসেন রোনালদো। অতিরিক্ত সময় শুরুর আগে প্রতিটি সতীর্থকে গিয়ে উৎসাহ দিয়ে আসলেন, সাহস যোগালেন। এরই মধ্যে একজনকে দিয়ে গেলেন আলাদা জাদুমন্ত্র।

তিনি এডের। যাকে কোনো ক্লাব নিতে চাইতো না এক সময়; কিন্তু রোনালদো যেন জানতেন লিলের এই স্ট্রাইকারের পা থেকেই আসতে পারে জয়সূচক গোল। এ কারণে, আলাদা করে তাকেই বলে এলেন, ‘গোলটা তোমার পায়েই অপেক্ষা করছে। তুমিই হতে পারো ইউরো জয়ের নায়ক।’

ফাইনাল শেষে এডের নিজেই জানালেন তার গোলের রহস্য। তিনি বলেছেন, ‘রোনালদোই আমার মধ্যে এই বিশ্বাসটা ঢুকিয়ে দিয়েছেন যে, তুমিই পারো ফাইনালের মঞ্চে গোল করতে।’

২৮ বছর বয়সী এই স্ট্রাইকার অ্যা ভোলা নিউজ অ্যাজেন্সিকে বলেন, ‘রোনালদো আমাকে বলেছেন যে, জয়সূচক গোলটা আমিই করতে পারি। সে যোগ্যতা রয়েছে আমার। তার এই কথা শুনেই আমার মধ্যে আত্মবিশ্বাসটা কয়েকগুণ বেড়ে গেলো।’

এই আত্মবিশ্বাসে বলিয়ান হয়েই কি না ১০৯তম মিনিটে ২৫ গজ দুর থেকে দুর্দান্ত এক শটে গোল করে ফেললেন এডের। ইউরোর ইতিহাসে এডের হলেন ৬ষ্ঠতম ফুটবলার, যারা পরিবর্তিত হিসেবে নেমে গোল করেছিলেন। এর আগের পাঁচজন হলেন- বিয়েরহফ, উইলটর্ড, ত্রেজেগে, মাতা এবং তোরেস।

তবে এডের কিন্তু নিজেকে মাটিতেই রাখলেন। তিনি বলেন, ‘গোলটা আমি করেছি ঠিক। তবে এটা এমন এক গোল, যেটার জন্য পুরো দল অধীর আগ্রহে অপেক্ষায় ছিল এবং কঠিন পরিশ্রম করে আসছিল।’

একই সঙ্গে খেলার সুযোগ তৈরী করে দেয়ার জন্য কোচ ফার্নান্দো সান্তোসেরও প্রশংসা করেন এডের। তিনি বলেন, ‘অবশ্যই এটা অভিনন্দন পাওয়ার যোগ্য যে, ফার্নান্দো সান্তোস আমাকে খেলার সুযোগ করে দিয়েছেন। আমি জানতাম একটা মুহুর্ত আমার জন্য সুযোগটা তৈরী করে দেবে। ফার্নান্দো সান্তোসেরও আমার ওপর আস্থা ছিল এবং আমি সেই আস্থার প্রতিদান দিতে পেরেছি।’

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।