আরো ১০ বছর পর্তুগালের হয়ে খেলবেন রোনালদো


প্রকাশিত: ০৬:৫০ এএম, ১০ জুলাই ২০১৬

১৮ বছর বয়সে পর্তুগালের জার্সি গায়ে খেলেছিলেন ইউরো কাপের ফাইনাল। আরো একটি ইউরোর ফাইনালে পর্তুগাল এবং রোনালদো। এখন তার বয়স ৩১। ক্যারিয়ারের শেষ সময়ে এসে দেশের হয়ে কিছু জিততে মরিয়া রোনালদো। অনেকের ধারণা এটিই বোধ হয় রোনালদোর শেষ ইউরো কাপ। কিন্তু তাদের ধারণাতে ঘি ঢেলে দিলেন কোচ সান্তোস। তিনি আশা প্রকাশ করেছেন রোনালদো আরো দশ বছর পর্তুগালের হয়ে খেলবেন।

পর্তুগালের হয়ে ফুটবলের সম্ভাব্য সব রেকর্ডই নিজের করে নিয়েছেন রোনালদো। বাকী শুধু ট্রফি জয়। সেটিও অর্জনের লক্ষ্যে ইউরো ফাইনালের মহারণে ফ্রান্সের বিপক্ষে নামবেন রোনালদো। কিন্তু এখানেই তার ক্যারিয়ারের শেষ দেখতে চাইছেন না কোচ সান্তোস।  ‘অনেকেই হয়ত ধরে নিচ্ছেন এবারের ইউরো ফাইনালটি তার শেষ ইউরো ম্যাচ। আমি যতটুক রোনালদোকে চিনি সে আরো ছয়,সাত এমনকি দশ বছর পর্যন্ত পর্তুগালের হয়ে খেলে যাবে। ফ্রান্সের বিপক্ষে ম্যাচটি তার শেষ ম্যাচ নয়।’

লিসবন থেকে ২০০৩ সালে যখন ম্যানচেস্টার ইউনাইটেডে আসেন রোনালদো তখন লিসবনের কোচ ছিলেন সান্তোস। তখন থেকেই তিনি রোনালদোকে চেনেন। সেই রোনালদো আজ আরো পরিণত হয়েছে। ‘আমি এর আগেও তাকে কোচিং করিয়েছি কিছুদিনের জন্য কেননা তারপরেই সে ম্যানচেস্টার ইউনাইটেডে চলে যায়। সে অসাধারণ ছিল। দক্ষ এবং প্রত্যেক সময় জিততে চাইত। মানসিক দিক দিয়েও শক্তিশালি সে।’

‘তার জন্মই হয়েছে জেতার জন্য। সে সবসময় নিজের সেরাটা দিতে চায়। গেল দু’বছর আমি তার সঙ্গে কাজ করেছি। সে প্রত্যেক সময়েই নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে।’

আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।