মেসির সমালোচনায় মুখর বার্সা সমর্থকরা


প্রকাশিত: ০৪:৪০ এএম, ১০ জুলাই ২০১৬

কোপা ফাইনাল হেরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। এর কিছুদিন পরেই কর ফাঁকি মামলায় ২১ মাসের জেল হয় মেসির। কিন্তু স্প্যানিশ আইনানুযায়ী মেসির জেল খাটতে হবে না সাজা দুই বছরের কম হওয়ায়। এতেই মানুষের সমালোচনার তোপে পড়েন মেসি। এবার তার ক্লাব বার্সেলোনার সমর্থকদেরও সমালোচনার মুখে পড়েছেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

messi

মেসির এই ক্রান্তিকালে মেসির পাশে দাঁড়ানোর ঘোষণা দেয় তার ক্লাব বার্সা। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে #WeAreAllLeoMessi হ্যাশট্যাগের মাধ্যমে মেসিকে সমর্থন জানিয়ে সকল বার্সা সমর্থকদের অনুরোধ করে বার্সেলোনা। কিন্তু এতেই ঘটে বিপত্তি। কিছু বার্সা সমর্থক একাত্মতা প্রকাশ করলেও বেশিরভাগ সমর্থকই এর বিরোধিতা করেন।

messi

রালফ নামক এক বার্সা সমর্থক লিখেছেন, ‘আমরা সবাই মেসি নই। সম্ভ্রমের সঙ্গে আপনি আপনার কর দিন।’

messi

এলেক্স ভারহার নামে আরেক সমর্থক লিখেছেন, ‘এ বছরের সবথেকে বাজে ক্যাম্পেইন এটি। কেন আমরা কর ফাঁকি দেয়া লোককে সমর্থন দিবো?’

messi

মার্কস কৌরমি নামে একজন তো মেসিকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বলেন, ‘আমরা সবাই মেসি- এটার অর্থ হল আমরা সবাই সন্ত্রাসী। আমরা কেন সন্ত্রাসী হতে যাবো?’

আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।