বর্ষসেরার দৌড়ে রোনালদোর থেকে এগিয়ে গ্রিজম্যান


প্রকাশিত: ০৯:০২ এএম, ০৯ জুলাই ২০১৬

এখনো ইউরো ফাইনাল শেষ হয়নি তার আগেই শুরু হয়ে গেছে কথার লড়াই। ইউরোর স্বপ্নের ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে পর্তুগাল। স্বাগতিক ফ্রান্সকে একাই ফাইনালে টেনে তুলেছেন গ্রিজম্যান। অন্যদিকে রোনালদোর যাদুতে সেমিতে জয় পেয়ে ফাইনালে আজ পর্তুগাল। বছর শেষেই ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের মুকুট পরবেন একজন। আর সেখানেই রোনালদোর থেকে গ্রিজম্যানকে এগিয়ে রাখলেন তার স্বদেশী ব্লাইস মাতৌদি।

অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে গেল মৌসুমে ৩২ গোল করেছেন গ্রিজম্যান। এছাড়া ইউরোতে ৬ গোল করে ফ্রান্সকে তুলেছেন ইউরোর ফাইনালে। ইউরোর গোল্ডেন বুটটাও অনেকটা নিজের করে নিয়েছেন। জার্মানির বিপক্ষে দুটি গোলই করেছেন তিনি। এতো কিছুর কারণেই তাকে রোনালদোর থেকে এগিয়ে রাখছেন মাতৌদি।

‘রোনালদো অবশ্যই এটির অন্যতম দাবিদার। সেও অসাধারণ একটি মৌসুম পার করেছে। এই টুর্নামেন্টেও ভাল খেলেছে। কিন্তু আমার মনে হয় রোনালদোর থেকে গ্রিজম্যান কিছুটা হলেও এগিয়ে থাকবে। এটি রোনালদো বনাম গ্রিজম্যানের ফাইনাল নয়, এটি  ফ্রান্স বনাম পর্তুগালের ফাইনাল ম্যাচ।’

গ্রিজম্যানের প্রশংসা করতে গিয়ে মাতৌদি বলেন, ‘আমার মনে হয় গ্রিজম্যান ব্যালন ডি’অরের জন্য সম্ভাব্য প্রতিযোগী। সে গেল এই মৌসুমে যা করেছে তাতে সে এটির অন্যতম দাবিদার। যদি আমার ভোট থাকতো তাহলে আমি তাকেই ভোট দিতাম। সে অন্য সবার থেকে অন্যরকম ভালো পারফরম্যান্স করেছে। আশা করছি এটি ধরে রাখতে পারবে সে।’

আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।