ফ্রান্সকে ফেভারিট মানছেন রোনালদো


প্রকাশিত: ০৫:১৯ এএম, ০৯ জুলাই ২০১৬

ফ্রান্স এবং পর্তুগালের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়েই পর্দা নামছে ইউরো কাপের এবারের আসর। টুর্নামেন্টের শুরুর দিকে কেউ পর্তুগালকে বাজির খাতায় না রাখলেও শেষ পর্যন্ত সেই দলটিই আজ ফাইনালে। অন্যদিকে স্বাগতিক হওয়ায় অনেকেই ফাইনালে রেখেছিল ফ্রান্সকে। দাপটের সঙ্গেই সেটি প্রমাণ করে ফেভারিট হিসেবে ইউরোর ফাইনালে ফ্রান্স। পর্তুগালের সেরা খেলোয়াড় রোনালদোও ফ্রান্সকে ফেভারিট মানছেন।

তবে ফ্রান্সকে এগিয়ে রাখলেও নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী তিনবারের বর্ষসেরা ফুটবলার রোনালদো। ‘ফ্রান্স আমাদের থেকে কিছুটা ফেভারিট কিন্তু আমরাই শেষ পর্যন্ত জিতবো।’

সেমিফাইনালে নবাগত ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মত ইউরোর ফাইনালে পা রাখে রোনালদোর পর্তুগাল। সেই ম্যাচে দলের হয়ে এক গোল এবং আরেকটি গোলে সহযোগিতাও করেন রোনালদো। পর্তুগালের হয়ে কিছু জেতার স্বপ্ন দেখছেন সিআরসেভেন। ‘পর্তুগালের হয়ে কিছু জেতা আমার জন্য অনেক কিছু। আমি সবসময় জাতীয় দলের হয়ে কিছু জেতার স্বপ্ন দেখে আসছি।’

ক্লাব এবং ব্যক্তিগত পর্যায়ে সব অর্জনই নিজের ক্যারিয়ারের খাতায় যোগ করেছেন রোনালদো। বাকী শুধু পর্তুগালের হয়ে কিছু জেতা। ‘আমি ক্লাব এবং ব্যক্তিগত পর্যায়ে সব জিতেছি। পর্তুগালের হয়ে কিছু জিততে পারলে সেটি হবে আমার জন্য বড় অর্জন।’

রোনালদো বিশ্বাস করেন পজিটিভ হয়ে এবং একটি দল হিসেবে খেলতে পারলে  ইউরো জেতা সম্ভব। ‘আমি বিশ্বাস করি এটি সম্ভব। আমার সতীর্থ এবং পুরো দেশের মানুষ এটি বিশ্বাস করে। আমাদের সবসময় পজিটিভ থাকতে হবে কেননা রবিবার পর্তুগাল প্রথমবারের মত হয়তো কোন মেজর ট্রফি জিততে যাচ্ছে।’

আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।