তুরস্কে গির্জা নির্মাণের অনুমতি
তুরস্কে নব্বই বছর পর গির্জা নির্মাণের অনুমতি দিয়েছে সরকার। ইস্তান্বুলের উপকন্ঠে ইয়েসিলকয় এলাকায় গির্জাটি তৈরি হবে বলে জানা গেছে। গির্জাটি নির্মাণ হবে সিরিয়াক খ্রীষ্টান সম্প্রদায়ের জন্য।
জানা গেছে, ১৯২৩ সালে তুরস্ক প্রজাতন্ত্র গঠিত হওয়ার পর সেদেশে কোন নতুন গির্জা নির্মাণের অনুমতি দেয়নি সরকার। তবে আগে থেকে যেসব গির্জা সেখানে আছে, সেগুলোর সংস্কারে কোন বাধা নেই।