বিশ্ব ইজতেমা : আফ্রিকার মুসল্লিদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ


প্রকাশিত: ১০:২৯ এএম, ০৬ জানুয়ারি ২০১৫

আফ্রিকা থেকে বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা মুসল্লিদের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন।

স্বাস্থ্যসচিব, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং ডিজি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ ছয়জনকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এর আগে গত ১ জানুয়ারি চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন নামে একটি সংগঠন এ রিট আবেদন করে। মঙ্গলবার শুনানি শেষে আদালত এ আদেশ দেন। এ দিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল হালিম।

উল্লেখ্য, সম্প্রতি পশ্চিম আফ্রিকায় মহামারী আকারে ছড়িয়ে পড়েছে ইবোলা ভাইরাস। এ ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। বাংলাদেশও প্রাণঘাতী ইবোলা ভাইরাস প্রতিরোধে ইতিমধ্যে সতর্কতা জারি করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।