রোনালদোর নতুন রেকর্ড


প্রকাশিত: ০৭:৩৪ এএম, ০৭ জুলাই ২০১৬

একটি গোল দিলেই ফ্রেঞ্চ কিংবদন্তি মিশেল প্লাতিনির নামের পাশে নাম লেখাবেন ক্রিস্টিয়ানো রোনালদো। এমন সমীকরণ জেনেই মাঠে নেমেছিলেন এ পর্তুগীজ। ওয়েলসের বিপক্ষে গোল করে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি ফ্রেঞ্চ কিংবদন্তির পাশে নাম লেখানোর আনন্দে মাতেন এ রিয়াল তারকা। ইউরোতে নয় গোল করে সবচেয়ে বেশি গোলের রেকর্ড যৌথভাবে প্লাতিনি ও রোনালদোর।

আগের দিন ওয়েলসের বিপক্ষে ম্যাচের ৫০ মিনিটে কর্নার থেকে ডি-বক্সে উড়ে আসা বলে দুর্দান্ত এক হেডে জালে পাঠান রোনালদো। এ গোলেই ৩২ বছর ধরে আগলে রাখা ফ্রেঞ্চ কিংবদন্তি মিশেল প্লাতিনির নামের পাশে নাম লেখান এ পর্তুগীজ।

তবে একদিক থেকে পিছিয়ে আছেন রোনালদো। তার এ রেকর্ড গড়তে চার আসর খেলতে হলেও এক আসরেই নয় গোল দিয়েছিলেন প্লাতিনি। ১৯৮৪ সালের আসরেই সবগুলো গোল করেছিলেন ফ্রান্সের এই কিংবদন্তি।

২০০৪ সালে প্রথম ইউরো আসরে খেলেন রোনালদো। নিজেদের মাটিতে সে আসরে দুই গোল করেন তিনি। এরপর ২০০৮ সালে অস্ট্রিয়া-সুইজারল্যান্ডের আসরে একটি গোল পান। তবে ২০১২ সালে পোল্যান্ড-ইউক্রেন আসরে পান ৩টি গোল। এরপর চলতি আসরে এখন পর্যন্ত তিনটি গোল দিয়েছেন রোনালদো। রেকর্ডটি নিজের করে নেবার জন্য এ আসরেই আরও একটি ম্যাচ পাচ্ছেন তিনি।  

উল্লেখ্য, এবারের আসরে গোল করে আরও দুটি রেকর্ড করেছেন রোনালদো। প্রথম ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে গোল করে এ প্রতিযোগিতার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে চারটি আসরে (২০০৪, ২০০৮, ২০১২ ও ২০১৬) গোল করার কীর্তি গড়েন রিয়ালের এই তারকা। একই সঙ্গে ইউরোতে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও গড়েন তিনি।

আরটি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।