অলিম্পিক ফুটবলে অংশ নিচ্ছে না আর্জেন্টিনা!


প্রকাশিত: ০৮:১৮ এএম, ০৬ জুলাই ২০১৬

চলতি বছর ব্রাজিলের রিওতে অনুষ্ঠিতব্য অলিম্পিকের ফুটবলে অংশগ্রহণ নাও করতে পারে আর্জেন্টিনা। ইউরোপের ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে রাজি না হওয়ায় খেলোয়াড় সংকটে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে ম্যারাডোনা-মেসির দেশ। এমনটাই দাবি করেছে বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম।

লা ন্যাকন পত্রিকায় আর্জেন্টিনার অলিম্পিক কমিটির (সিওএ) প্রধান হেরার্দো ওয়ার্থিন বলেছেন, ‘অলিম্পিকে অংশ নেয়ার জন্য এখনো পর্যন্ত মাত্র দশজন ফুটবলার পাওয়া যাচ্ছে। ইউরোপিয়ান ক্লাবে যেসব আর্জেন্টাইন ফুটবলাররা খেলেন তাদের অলিম্পিকের জন্য ছাড়তে চাইছে না ক্লাবগুলো।’

তবে বিষয়টি এখন আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের (এএফএ) উপর নির্ভর করছে বলে জানান ওয়ার্থিন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এখন দেখার বিষয় আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ) কি সিদ্ধান্ত নেয়। আমাদের সঙ্গে তাদের গত ২০ মাস কোন যোগাযোগ হয়নি।’
 
কিছুদিন আগেই কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার পর অবসরের ঘোষণা দেন অধিনায়ক লিওনেল মেসি। এরপর মঙ্গলবার পদত্যাগ করেছেন আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো। এবার সমস্যা দেখা দিয়েছে দল গঠন নিয়েও।

উল্লেখ্য, আগামী ৩ আগস্ট থেকে শুরু হচ্ছে অলিম্পিকের ফুটবল পর্ব। আর্জেন্টিনার সঙ্গে একই গ্রুপে রয়েছে পর্তুগাল, হন্ডুরাস ও আলজেরিয়া।

আরটি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।