গার্দিওলার ইংল্যান্ড মিশন শুরু


প্রকাশিত: ১০:৪৬ এএম, ০৪ জুলাই ২০১৬

স্পেন, জার্মানির পর কিছুদিন আগেই ইংল্যান্ডে নিজের খুঁটি গেড়েছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন তিনি। চুক্তি আগে হলেও সোমবারই প্রথম আনুষ্ঠানিকভাবে সিটিতে প্রথম পা রাখলেন সাবেক বার্সা কোচ।

রোববার সিটি ফুটবল একাডেমিতে প্রায় ৫ হাজার ৮০০ দর্শকের সামনে গার্দিওলাকে সিটির কোচ হিসেবে পরিচয় করিয়ে দেয় কর্তৃপক্ষ। বরাবরই নতুন চ্যালেঞ্জ পছন্দ করা গার্দিওলা বলেন, ‘আমি এখানে কেন এসেছি? সিটিকে আগামী ৩-৫ বছরের মধ্যে আরও ভালো ক্লাব তৈরি করতে? আমি চাই না সবাই এটা ভাবুক। আমি এখানে এসেছি জানতে, এখানকার মানুষ কীভাবে জীবন ধারণ করে, এটা আমার পরিবার ও বাচ্চাদের জন্য।’

ইংল্যান্ডের ফুটবল অনেক জনপ্রিয় এ কথা ভালো করেই জানেন গার্দিওলা। তবে এ জনপ্রিয়তায় ম্যানেজারদের স্থান অনেক নিচেই। সামান্য ভুল হলেই সমালোচনায় বিদ্ধ হন তারা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইংল্যান্ডের কেউ ম্যানেজারদের দেখতে আসে না, তারা এখানে ভালো খেলোয়াড় দেখতে আসে, তাদের পারফরম্যান্স দেখতে আসে।’

‘প্রথমে আমি আমার খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হব, আমি তাদের টিভিতে দেখেই চিনি। আমি তাদের বুকে জড়িয়ে নেব। আমার তাদের চিনতে একটু সময় লাগবে। আমার কিছু পরিকল্পনা আছে, কিন্তু সেটা করতে সময় লাগবে। আমি তাদের পছন্দ করি যারা নিজের এবং সিটিকে নিয়ে ভাবে।’

কোচিং ক্যারিয়ারে দারুণ সফল গার্দিওলা। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের হয়ে এখন পর্যন্ত ২১টি মেজর ট্রফি জয় লাভ করেছেন তিনি। বার্সেলোনার ম্যানেজার হিসাবে চার বছরে ১৪টি ট্রফি জেতেন গার্দিওলা। তার মধ্যে তিনটি লা-লিগা এবং দুটি চ্যাম্পিয়নস লীগ। আর বায়ার্নকে চ্যাম্পিয়নস লীগ জেতাতে না পারলেও টানা তিনবার বুন্দেসলীগা জিতিয়েছেন। নতুন ক্লাব ম্যানচেস্টার সিটিতেও এ ধারাবাহিকতা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আরটি/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।