আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শুরু ২৪ জানুয়ারি


প্রকাশিত: ০৪:১০ এএম, ০৬ জানুয়ারি ২০১৫

`চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ`-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে `৮ম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব বাংলাদেশ`। ২৪ থেকে ৩০ জানুয়ারি উৎসবটি অনুষ্ঠিত হবে। প্রতিবারের মতো এবারও একই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও খুলনায় চলবে উৎসবটি।

ঢাকায় মূল উৎসব কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তন। উদ্বোধনী দিন ছাড়া প্রতিদিন সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় মোট চারটি করে চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

এবারের উৎসবে সারাদেশে মোট ১৪টি ভেন্যুতে ৪৬টি দেশের দুই শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে আয়োজক সূত্র জানায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।