ব্যালন ডি অর জিতবেন বালোতেল্লি!


প্রকাশিত: ০৩:২৫ পিএম, ০২ জুলাই ২০১৬

বালোতেল্লি নামটা শুনলেই চোখে ভেসে ওঠে এক উদ্ভট চরিত্রের মানুষের প্রতিচ্ছবি। ফুটবলের থেকে ফুটবলের বাইরের কর্মকান্ডেই বেশি মনযোগী তিনি। মাঠের ভেতর খেলোয়াড়দের সঙ্গে ঝগড়া বাধানো তো তার বাহাতের খেল। সেই বালোতেল্লি জিতবেন ব্যালন ডি অর? শুনলে হয়তো নিন্দুকেরা এটি নিয়ে হাসাহাসি করবেন।

বালোতেল্লি এর আগেও এমন উদ্ভট কথা বলে খবরের শিরোনাম হয়েছেন। লিভারপুল থেকে লোনে চলে গেছেন এসি মিলানে। সেখানেও ফর্মহীনতায় জুটেনি একাদশে স্থান। কিন্তু বালোতেল্লি ফুঁড়িয়ে যাননি এটি প্রকাশ করতেই এবার নতুন করে স্বরুপে ফেরার প্রত্যয়ে অপেক্ষা করছেন। লোন শেষে ফিরেছেন লিভারপুলের অনুশীলনে। কোচ ক্লপ তাকে রাখবেন কিনা সেটা সময়ই বলে দিবে।

নিজের নতুন লক্ষ্যও জানিয়ে দিয়েছেন সবাইকে। ব্যালন ডি অরের মাধ্যমেই সকলের মুখ বন্ধ করে দেওয়ার মিশনে নেমেছেন তিনি। ‘আমার দৃষ্টিতে আমি এখানে যা করতে চেয়েছিলাম তার কিছুই করতে পারিনি। ১০ এর ভেতরে আমি শূন্য পাবো। আমি প্রথমে ৫ এ ছিলাম। আবার এখান থেকে বের হতে চাই। আমি একদিন ব্যালন ডি অর জিতবো।’

‘আমি জানি ব্যালন ডি অরের কথা শুনে আপনারা হেসে দিবেন এবং আমি সে রকম কিছুই করিনি। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ হলো আমি অনুধাবন করেছি ব্যালন ডি অর জয়টা খুব সন্নিকটেই।’

খারাপ ফর্মের কারণে জায়গা হয়নি ইতালির ইউরো দলে। লিভারপুলের হয়ে দুই মৌসুমে ২৮ ম্যাচে মাত্র ৪ গোল করেছেন এই স্ট্রাইকার।

আরআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।