রাত ১০টায় সিপিএলে মাঠে নামছেন সাকিব


প্রকাশিত: ১২:২৩ পিএম, ০২ জুলাই ২০১৬

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে আজ প্রথম মাঠে নামছেন সাকিব আল হাসান। তার দল জ্যামাইকা তালাওয়াসের প্রথম ম্যাচ আজ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে। বাংলাদেশ সময় আজ রাত ১০টায় সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে শুরু হবে ম্যাচটি।

সাকিব আল হাসানদের ম্যাচটি ভারতীয় উপমহাদেশে সরাসরি দেখা যাবে সনি সিক্স এবং সনি সিক্স এইচডিতে। শুধু তাই নয়, ম্যাচটি সরাসরি অনলাইনেও দেখা যাবে। সনি লিভ (sony LIV)-এ। এমনকি ফেসবুকও সরাসরি ৪০টি দেশে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। যদিও বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা ম্যাচটি দেখতে পাবে না।

ক্রিস গেইলের নেতৃত্বাধীন জ্যামাইকা তালাওয়াস ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্রথম আসরের চ্যাম্পিয়ন। পরের দুই আসরে যথাক্রমে তৃতীয় এবং পঞ্চম হয়েছে তারা। অপরদিকে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের সিপিএল অতীত খুব একটা ভালো নয়। প্রথম দুই আসরে তো অংশই নেয়নি। তৃতীয় আসরে অংশ নিয়ে হয়েছে তৃতীয়। এবারের আসরে একটি ম্যাচও খেলে ফেলেছে তারা। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে হেরেছে ৪ উইকেটে।

২০১৩ সালে সিপিএলের প্রথম আসরে সাকিব আল হাসান খেলেছেন বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে। তবে পরের দুই আসর ব্যক্তিগত কারণে তিনি সিপিএল মিস করেন। চতুর্থ আসরে এসে আবারও ওয়েস্ট ইন্ডিজে খেলতে গেলেন তিনি। সতীর্থ হিসেবে পাচ্ছেন গেইল, সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল, ডেল স্টেইন এবং ইমাদ ওয়াসিমদের।

গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সিপিএলের নিলামে সাকিব আল হাসানকে জ্যামাইকা তালাওয়াস কিনে নেয় ১ লাখ ১০ হাজার ডলারে (বাংলাদেশি টাকায় প্রায় ৮৭ লাখ)।

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।