গুলশানের ঘটনায় ইউরোয় কালো আর্মব্যান্ড পরে নামবে ইতালি


প্রকাশিত: ১১:৫৭ এএম, ০২ জুলাই ২০১৬

গুলশান হামলার ঘটনায় নিহতদের স্মরণে ইউরো ফুটবলের কোয়ার্টার ফাইনাল ম্যাচে জার্মানির বিপক্ষে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবে ইতালি। উয়েফার কাছে কালো আর্মব্যান্ড পরার অনুরোধ করলে উয়েফাও ইতালিকে সবুজ সংকেত দেয় কালো আর্মব্যান্ড পরার।   

এর আগে শুক্রবার রাতে গুলশান-২ এর ৭৯ নম্বরের হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসীরা আক্রমণ করে। এতে প্রায় ৩৫ জনের মত লোককে সন্ত্রাসীরা জিম্মি করে রাখে। শনিবার ভোরে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের কবল থেকে এলাকাটিকে মুক্ত করা হয়। এই অভিযানে ৬ সন্ত্রাসী এবং ২০ জন মানুষ মারা যান। এই ঘটনায় ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়

ইতালির দাবি, নিহতদের ভেতর কয়েকজন ইতালিয়ান নাগরিকও ছিল। শুধু ইতালিয়ান নয় ভারতীয়, জাপানিজ নাগরিকরাও নিহতদের ভেতর আছে বলে দাবি করে আসছে বিভিন্ন সংবাদমাধ্যম। বাংলাদেশ সময় রাত ১টায় ইউরোর তৃতীয় কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে ইতালি এবং জার্মানি।

আরআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।