দেখা যাচ্ছে না একুশে টেলিভিশন


প্রকাশিত: ১১:২৫ এএম, ০৫ জানুয়ারি ২০১৫

সোমবার বিকেল থেকে দেশের বিভিন্ন স্থানে একুশে টেলিভিশন দেখা যাচ্ছে না। শেরপুর, জামালপুরে একুশে টেলিভিশনের সম্প্রচার বন্ধ রয়েছে বলে জানিয়েছেন প্রতিনিধিরা। এছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে জাগো নিউজে ফোন করে অনেকেই এমন তথ্য জানিয়েছেন।

শেরপুর থেকে প্রতিনিধি জানান, সোমবার বিকেল ৪টা থেকে জেলাশহরসহ সব জায়গাতেই একুশে টেলিভিশনের কোন অনুষ্ঠান দেখা যাচ্ছে না।

এদিকে একুশে টেলিভিশন কর্তৃপক্ষ জানিয়েছে, একুশে টেলিভিশনের সম্প্রচার সম্পূর্ণভাবে চালু আছে। কিছু এলাকায় কেবল অপারেটদের ডাউনলিংক সমস্যার কারণে সম্প্রচারে বিঘ্ন ঘটায় আমরা আন্তরিক ভাবে দু:খিত। তবে যত তাড়াতাড়ি সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির কিছু নেই বলেও জানিয়েছেন তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।