দ্বিস্তরের বিপক্ষে এশিয়ার দেশগুলো


প্রকাশিত: ০৭:২৫ এএম, ০১ জুলাই ২০১৬

এডেনবার্গের আইসিসির বার্ষিক সভায় গত কয়েক মাসের বহুল আলচিত দ্বিস্তর টেস্ট কাঠামো নিয়ে আলোচনা হচ্ছে। সেখান থেকে এক সূত্র মতে জানান গেছে সব এশিয়ান দেশগুলো দ্বিস্তর টেস্ট কাঠামোর বিপক্ষে আবস্থান নিয়েছে। প্রথমবারের মত স্কটল্যান্ডে বসা এ সভায় এক কাতারে এসেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই), পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), শ্রীলংকান ক্রিকেট (এসএলসি) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এডেনবার্গের সে সূত্রটি আরও জানায়, শুধু এশিয়ান দেশগুলো নয়, সেখানে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডও এ নিয়মের বিপক্ষে অবস্থা নিয়েছে।

আইসিসি টেস্ট ক্রিকেটকে আরও জমজমাট করতে আরও কিছু দেশকে টেস্ট ক্রিকেটের আওতায় আনতে চান। কিন্তু তারা এতে দুই স্তরের বিভাজন আনার প্রস্তাব দেন। সেখানে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের বিপক্ষে অবস্থান নেয়াটা খুব স্বাভাবিকই ছিল। কারণ দ্বিস্তরের নিয়মে নিম্নস্তরের গ্রুপেই থকাছে তারা।

অন্যান্য পূর্ণ সদস্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি), নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি), ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ক্রিকেট (সিএসএ), ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এবং ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মতামত জানা যায়নি। তবে টেস্ট র্যাং্কিংয়ে আট নম্বরে অবস্থান করায় ক্যারিবীয়দের এ প্রস্তাবের বিপক্ষেই অবস্থান নেওয়ার কথা।

আরটি/আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।