রোনাল্ডোর বিশ্বাস সিদ্ধান্ত পাল্টাবেন মেসি


প্রকাশিত: ০৩:১৮ এএম, ০১ জুলাই ২০১৬

দুই যুগের তুই নক্ষত্র তারা। একজনের ভাগ্যে বিশ্বকাপ জুটলেও আরেকজনের কপালে জুটেনি কিছুই। রোনাল্ডো দ্য ফেনোমেনোন নামটি শুনলেই মানুষের চোখে ভেসে ওঠে টাক মাথার এক বিধ্বংসী স্ট্রাইকারের নাম যে কি না একাই ভেঙ্গে দিতেন একটি দলের রক্ষণভাগকে। সেই রোনাল্ডোই এবার তাদের ফুটবলের চিরশত্রু আর্জেন্টিনার মেসির পাশে এসে দাঁড়ালেন। বিশ্বাস করেন মেসি ফিরবেই আবার জাতীয় দলে।

টানা তিনটি মেজর টুর্নামেন্টের ফাইনালে হেরে অনেকটাই বিপর্যস্ত ছিলেন মেসি। শেষবারের বেলায় তো নিজেই পেনাল্টি মিস করে দুঃস্বপ্ন ডেকে আনেন এই বার্সা তারকা। ম্যাচ শেষেই জানিয়ে দিলেন আকাশি-নীল জার্সি আর গায়ে দিচ্ছেন না। নামবেন না আর্জেন্টিনার বিখ্যাত ‘১০’ নম্বর জার্সি গায়ে।

মেসির এমন চলে যাওয়াটা সবার জন্যেই অনেক কষ্টকর। চীনের জিয়ানহু নিউজ এজেন্সিকে মেসির অবসর প্রসঙ্গে রোনাল্ডো বলেন, ‘আমরা মেসির চলে যাওয়াতে একদমই ছন্নছাড়া হয়ে গেছি।’

মেসি চলে গেলেও মেসি সিদ্ধান্তকে সম্মান জানিয়ে টেকো মাথার যাদুকর বলেন, ‘এটি একদমই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাদের সকলের উচিত তার সিদ্ধান্তকে সম্মান জানানো।’

তবে বিশ্বাস রাখেন মেসি আবারো একদিন জাতীয় দলের জার্সি গায়ে মাঠ মাতাবেন। কেননা তাকে ছাড়া যে অনেকটাই রঙ হারাবে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ। ‘আমি বিশ্বাস করি মেসি তার সিদ্ধান্ত পাল্টে আবারো ফিরে আসবে।’

আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।