প্রথমবারের মত ফেসবুকে সরাসরি সাকিব (ভিডিও)


প্রকাশিত: ০৩:৩০ পিএম, ৩০ জুন ২০১৬

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলতে গিয়ে সময়টা বেশ ভালোই কাটছে সাকিবের। ২ তারিখ জ্যামাইকা তালাওয়াসের হয়ে প্রথম ম্যাচে মাঠে নামবেন সাকিব। দলে রয়েছে কুমার সাঙ্গাকারার মত অভিজ্ঞ ক্রিকেটার। তাছাড়া ক্রিস গেইল এবং আন্দ্রে রাসেলরা তো আছেই। ক্যারিবিয়ান আবহাওয়াটাও বেশ চেনা সাকিবের। এখানেই ২০০৭ সালে ঐতিহাসি বিশ্বকাপে ভারতকে হারিয়েছিল সাকিব। তাই প্রথমবারের মত ফেসবুকে সরাসরি এসে সেগুলোরই স্মৃতিচারণ করছিলেন দেশ সেরা এই অলরাউন্ডার।

৩ মিনিটের এই লাইভ ভিডিওতে বর্তমানে যে হোটেলে আছেন সেই হোটেলেই বাংলাদেশের কিছু সুখস্মৃতি সকলের সঙ্গে ভাগাভাগি করেন সাকিব। ‘২০০৭ সালে ওয়ার্ল্ড কাপের সময় আমরা এই হোটেলেই ছিলাম। আমাদের অনেক ভালো স্মৃতি রয়েছে এখানে। পুরো দলের জন্যেই। আমরা সবাই এই জায়গাটায় অনেক হার্ড ওয়ার্ক করেছি। ভালো পারফর্মও করেছে অনেকে। যখনই এখানে আসি অনেক মজা লাগে।’

এ সময় ভিডিওতে সাগরের মনোরম দৃশ্যও দেখান সাকিব। সমুদ্রে বাংলাদেশের ক্রিকেটারদের গোসল করার স্মৃতিও তুলে ধরেন সাকিব। ভক্তদের ক্যারিবিয়ান দ্বীপের আরো অনেক জায়গা ঘুরিয়ে দেখানোর ব্যাপারে আশ্বস্ত করে সাকিব বলেন, ‘আমি যেহেতু এখানে বেশ কয়েকদিন আছি এবং এখানে অনেকগুলো দ্বীপ আছে। যেগুলোর বেশিরভাগেই যাওয়া হবে আমার। চেষ্টা করবো যাতে আপনাদের সঙ্গে আমাদের স্মৃতিগুলো ভাগ করে নিতে এবং জাতীয় দলের সঙ্গে যেসকল স্মৃতি রয়েছে সেগুলো যেন ভাগ করে নিতে পারি। আমার জন্য, আমার পরিবারের জন্য এবং বাংলাদেশ ক্রিকেট দলের জন্য দোয়া করবেন।’



আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।