ফেসবুকে সরাসরি দেখা যাবে সাকিবের ম্যাচ


প্রকাশিত: ১১:৪৭ এএম, ৩০ জুন ২০১৬

প্রথমবারের মত কোন ক্রিকেট ম্যাচ ফেসবুকে সরাসরি দেখার ব্যবস্থা করছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) কর্তৃপক্ষ। সিপিএলের আনুষ্ঠানিক এক বিবৃতিতে এটি নিশ্চিত করে তারা। ফেসবুকে সরাসরি খেলা দেখানোর জন্য স্পন্সর প্রতিষ্ঠান গ্রাবায়োর সঙ্গে চুক্তি হয়েছে।

সিপিএলই হতে যাচ্ছে পৃথিবীর প্রথম কোন ক্রিকেট লিগ যারা ফেসবুকে সরাসরি খেলা দেখার ব্যবস্থা করতেছে। প্রথম সুযোগে পৃথিবীর ৪০টি দেশে সরাসরি খেলা দেখার ব্যবস্থা করবে তারা। তবে দুঃখের ব্যাপার হলো এই ৪০টি দেশের ভেতর নেই বাংলাদেশের নাম। যার ফলে একমাত্র বাংলাদেশি হিসেবে সিপিএল খেলতে যাওয়া সাকিবের ম্যাচ ফেসবুকে দেখতে পাবেনা বাংলাদেশের মানুষ।

সাকিব ছাড়াও ডি ভিলিয়ার্স, ম্যাককালাম, গেইল, আন্দ্রে রাসেলের মত তারকা ব্যাটসম্যানরা মাঠ মাতাবে এবারের সিপিএলের। সিপিএলের প্রধান অফিসার পেটে রাসেল বলেন, ‘২০১৫ সালে পুরো বিশ্বে সিপিএল দেখেছে প্রায় ৯৩ লক্ষ মানুষ। আমরা তাদের চাহিদার কথা বিবচেনা সামাজিক যোগাযোগ মাধ্যমে খেলা দেখানোর ব্যবস্থা করেছি।’
 
আরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।