মেসিকে একা থাকতে দিন : ম্যারাডোনা


প্রকাশিত: ১০:০৬ এএম, ৩০ জুন ২০১৬

জাতীয় দল থেকে অবসর নেওয়ার পরেই মেসিকে ফিরিয়ে আনতে তোরজোড় শুরু করেছে আর্জেন্টিনার সমর্থক থেকে শুরু করে সে দেশের কিংবদন্তী ফুটবলাররা। পিছিয়ে নেই ডিয়েগো ম্যারাডোনাও। মেসির অবসরের পরের দিনই জানান তিনি মেসির সঙ্গে কথা বলে তাকে ফিরিয়ে আনবেন। দু দিন না যেতেই সুর পাল্টালেন তিনি। এবার মেসিকে একা থাকতে দিতে সকলের নিকট অনুরোধ করলেন ডিয়েগো ম্যারাডোনা।

মেসিকে ফিরে আসার কথা পাল্টে এবার নতুন করে বললেন মেসিকে একা থাকতে দিতে। এমনকি মেসি যদি নাও আসে দলে সেক্ষেত্রে নতুন একটি দলও গঠন করার পক্ষে মত দেন ম্যারাডোনা।

‘লা রোডাকে’ দেয়া এক সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেন, ‘মেসিকে একা থাকতে দিন। এখন থেকে আমাদের অন্যরকম পদ্ধতিতে আগাতে হবে। যদি মেসি বলে, সে আসবেনা তাহলে আমাদের অন্য আরেকটি দল গঠন করা উচিত।’

এসময় আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনেরও নানা সমালোচনা করেন ম্যারাডোনা। ১৯৯৩ সালের পর থেকে আর্জেন্টিনার কোন শিরোপা না পাওয়ায় ফেডারেশনকেই দুষলেন তিনি। ‘আমরা নিশ্চয়ই কিছু ভুল করছি কারণ এএফএ ঐ পথেই চলছে। আর্জেন্টিনার ফুটবল এখন ঐ অবস্থাতেই আছে। যে কারণেই আজ আমাদের সেটির ফল ভোগ করতে হচ্ছে।’

মেসিকে ফিরিয়ে আনতে বিভিন্ন রকমের ইভেন্টের পরিকল্পনা করছে দেশটির জনগন। অন্যদিকে কয়েকদিন পরেই মেসি ছুটিতে যাবেন। যা করার মেসি দেশে থাকা অবস্থাতেই করতে হবে তাদের। সময়ই বলে দিবে মেসি আদৌ ফিরবেন কি না।

আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।