প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছেন যারা


প্রকাশিত: ০৭:২৫ এএম, ০৫ জানুয়ারি ২০১৫

বিশ্বকাপের ১১তম  আসরকে সামনে রেখে রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে। এ দলের ১৫ ক্রিকেটারের মধ্যে ৯ জনই এবার প্রথম বিশ্বকাপে অংশ নেবেন। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও তামিম ইকবালের তৃতীয় বিশ্বকাপ এবং মাহমুদুল্লাহ রিয়াদ ও রুবেল হোসেনের এটি হবে দ্বিতীয় বিশ্বকাপ। বিশ্বকাপের মতো আন্তর্জাতিক আসরে প্রথমবারের মতো ডাক পেয়ে ভীষণ আনন্দিত নতুন ক্রিকেটাররা। জাগো নিউজের কাছে তারা জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া:

নাসির হোসেন
প্রত্যেক ক্রিকেটারের একটা স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার। সেই সুযোগটি আসায় খুবই ভালো লাগছে। জিম্বাবুয়ে সিরিজে জাতীয় দল থেকে বাদ পড়ার পর বেশ কঠিন সময় পার করেছি। এতটুকু বিশ্বাস ছিল যদি ভালো পারফর্ম করি তাহলে দলে অবশ্যই সুযোগ পাবো।

এনামুল হক বিজয়
টি-টোয়েন্টি বিশ্বকাপ আমার প্রথম আইসিসির কোন ইভেন্ট। এর আগে অনুর্ধ্ব-১৯ দলে বিশ্বকাপ খেলেছি।  কিন্তু এবারই ওয়ানডে বিশ্বকাপে অংশ নিচ্ছি। এটা আমার প্রথম বিশ্বকাপ। তাই অনুভূতিটা অন্য রকম।

মুমিনুল হক
বিশ্বকাপের মতো বড় আসরে ডাক পেয়ে খুবই ভালো লাগছে। প্রতিটি ক্রিকেটারই স্বপ্ন থাকে বিশ্বকাপ খেলার। সেই সুযোগটি আসায় খুবই ভালো লাগছে।  

সৌম্য সরকার
বিশ্বকাপ স্কোয়াডে আছি সেটা আমার জন্যে অনেক কিছু। একাদশে সুযোগ পেলে ভালো কিছু করে দেখাব।

সাব্বির রহমান রুম্মান
বিশ্বকাপে খেলবো এ রকমটা স্বপ্ন ছিল আমার। বিশ্বকাপে খেলবো ভেবেই ভালো লাগছে। আল্লাহর কাছে কৃতজ্ঞ।

তাসকিন আহমেদ
১৫ জনের দলে সুযোগ পেয়ে ভালো লাগছে। এবার ১১ জনের দলে থাকার চেষ্টা করতে হবে। বাংলাদেশ দলে খেলার স্বপ্নটা পূরণ হওয়ার পর আস্তে আস্তে সব স্বপ্নই বেড়ে যাচ্ছে।

তাইজুল ইসলাম
দুটি সিরিজ এবং ঘরোয়া লিগে ভালো খেলে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছি। সে জন্য বেশ ভালো লাগছে। বিশ্বকাপে অবশ্যই একটা চ্যালেঞ্জ নিয়ে যাবো।  ইনশাআল্লাহ বোলিংয়ে সেরা দশে থাকার চেষ্টা করবো।

আল-আমিন হোসেন
৪ বছর পরপর একবার বিশ্বকাপ হয়। এবারে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। গত বছর ১১ ম্যাচে ১৭ উইকেট নিয়েছি। খুব ভালো একটা সময় কেটেছে। আশা করছি বিশ্বকাপ দিয়ে বছরটা বেশ ভালোমতোই শুরু করতে পারবো।

আরাফাত সানি
বিশ্বকাপের মতো আন্তর্জাতিক ইভেন্টে ডাক পেয়ে আমি খুব উৎফুল্ল। সবারই এখানে খেলার স্বপ্ন থাকে। আমারও ছিল; আর সেটা পূর্ণ হয়েছে বলে ভালো লাগছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।