মেসিকে নিয়ে জাতীয় সমস্যায় আর্জেন্টিনা!


প্রকাশিত: ০৮:১৪ এএম, ২৯ জুন ২০১৬

একটি জাতি একজন ব্যক্তির জন্য এভাবে কাতর হতে পারে, তা হয়তো আগে জানা ছিল না কারও। তাও আবার একজন ফুটবলারের জন্য। শুধু কী একটি জাতি! সারা বিশ্বই তো এখন শোকে কাতর লিওনেল মেসি নামে গ্রহের জাদুকরী ফুটবলারটির জন্য। ফুটবলপ্রেমীদের যদি একই বন্ধনে নিয়ে আসা যায়, তাহলে তো পুরোটাকেই একটি জাতিতে আখ্যায়িত করা যায়।

তবে এই মুহূর্তে সত্যি সত্যি আর্জেন্টিনায় অর্থনৈতিক কিংবা রাজনৈতিক কোন বিষয় নিয়ে নয়, জাতীয় সমস্যা দেখা দিয়েছে লিওনেল মেসি নামক এক ফুটবলারকে নিয়ে। যিনি কোপা আমেরিকায় পরাজয়ের পর অভিমানে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরেরই ঘোষণা দিয়ে ফেলেছেন।

আর্জেন্টিনাজুড়ে এখন সবার মুখে একটাই বাক্য, ‘ফিরে এসো মেসি।’ আর্জেন্টিনার প্রেসিডেন্ট মওরিসিও ম্যাক্রি অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য মেসিকে ফোন করেছেন। এমনকি তাকে প্রস্তাব দিয়েছেন, শুধু তার সঙ্গে একান্তে সাক্ষাৎ করার জন্য। আগামী শনিবার বুয়েন্স আয়ার্স অভিমুখে মার্চ করার ঘোষণা দিয়েছে মেসি ভক্তরা। তাদের একটাই দাবি, ‘সিদ্ধান্ত প্রত্যাহার করো মেসি। ফিরে এসো আবার।’

আর্জেন্টিনা প্রেসিডেন্ট ম্যাক্রি বলেন, ‘আর্জেন্টিনায় সবচেয়ে সেরা হলেন মেসি। আমাদের উচিত তার যত্ন নেয়া।’ চিলির কাছে টাইব্রেকারে হারের পর হতাশ মেসি বলেন, ‘চারটি ফাইনাল খেলেছি। আপ্রাণ চেষ্টা করেছি এই একটি সাফল্য পেতে। কিন্তু এখন আর এটা আমার জন্য নয়। এ কারণে জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছি।’

ফুটবল পাগল দেশটি এমনিতেই শিরোপা জিততে না পারার শোকে কাতর। তার ওপর মেসির এভাবে অবসরের ঘোষণায় আরও বেশি হতাশ। সবারই একটা অনুরোধ, ‘প্লিজ, আরেকটিবারের জন্য সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুন! আগামী বিশ্বকাপ খেলার জন্য আবার ফিরে আসুন জাতীয় দলে।’

লিলিয়ান ফোর্স নামে ৩৩ বছর বয়সী এক ভদ্রমহিলার কঠোর অভ্যাস, আর্জেন্টিনার খেলা শুরুর আগে টেলিভিশনের ওপর ক্যাথলিক সেইন্ট লেডি অব লুজানের একটি ছবি টানিয়ে রাখা। যাতে, খেলায় মেসিরা জিততে পারে। তিনি যখন শুনলেন- মেসি অবসর নিয়েছেন। সাথে সাথে যেন তার মাথায় আকাশ ভেঙে পড়লো। তিনিও সিদ্ধান্ত নিয়েছেন, বুয়েন্স আয়ার্স অভিমুখী রোডমার্চে অংশ নেবেন এবং মেসিকে অনুরোধ জানাবেন, তার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য। তিনি বলেন, ‘আমি রোডমার্চে যাবো এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবো যেন মেসি আমাদের সাথেই থাকেন (অবসর প্রত্যাহার করেন)।’

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।