‘সিদ্ধান্ত পরিবর্তন করবেন মেসি’


প্রকাশিত: ০৭:০১ এএম, ২৯ জুন ২০১৬

যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়াম একটা ট্র্যাজেডির নাম হয়ে থাকবে ফুটবল ইতিহাসে। সেটা চিলির কাছে আর্জেন্টিনার দুঃখজনক পরাজয়ের জন্য নয়। বরং চিলির কাছে হেরে শিরোপা জিততে না পারার দুঃখ থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণা দেয়ার কারণে।

মেসির হঠাৎ এই অবসর ঘোষণা যেন বাজ ভেঙে পড়ার মত বিশ্বব্যাপী তার ভক্তদের জন্য। সাবেক এবং বর্তমান থেকে শুরু করে বিশ্বের প্রায় সব ফুটবলার, নেতা, সাবেক বিশ্বচ্যাম্পিয়ন, রাজনীতিবিদ এমনকি দিন-দুনিয়ার খবর না রাখা প্রাইমারি স্কুলের শিক্ষক- সবারই আকুল আবেদন, ‘মেসি এমন সিদ্ধান্ত নিও না। সিদ্ধান্ত প্রত্যাহার করে আবার ফিরে এসো।’

বিশ্বব্যাপী মেসির সমর্থকরা হয়তো এটা উপলব্ধি করতে পারছেন যে, এই মুহূর্তে সত্যিই তার হৃদয়ের অবস্থা কী। তবে অন্যদের চেয়ে যেন মেসির মনের অবস্থাটা বেশি উপলব্ধি করতে পারছেন তার ক্লাব সতীর্থ, ঘনিষ্ঠ বন্ধু, উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। মেসির বার্সা সতীর্থ তার ইচ্ছাকে সম্মান জানিয়ে বলেন, ‘মেসি কী সিদ্ধান্ত নেবেন সেটা বাছাই করার এখতিয়ার তার নিজের রয়েছে।’

তবে সুয়ারেজ মেসির সিদ্ধান্ত মেনে নিতে না পারলেও তার বিশ্বাস, সিদ্ধান্ত পরিবর্তন করবেন মেসি। উরুগুইয়ান এই স্ট্রাইকার বলেন, ‘মেসির এভাবে চলে যাওয়াটা ফুটবলের জন্যই যেন লজ্জার। তবে আমি নিশ্চিত, তিনি অবশ্যই মত পরিবর্তন করবেন। প্রতিপক্ষ এবং সমালোচনাকারীরা যাই বলুক, আমি তো নিজে জানি, বিশ্বের সেরা ফুটবলার মেসি।’

সুয়ারেজ মনে করেন অবসরের ঘোষণাটা মেসি হতাশা এবং আবেগ থেকেই দিয়েছেন। সুতরাং, হতাশা যখন কেটে যাবে, তখন তিনি এ নিয়ে চিন্তা করবেন। বার্সার উরুগুইয়ান স্ট্রাইকার বলেন, ‘তিনি অবশ্যই হতাশা এবং দুঃখ থেকেই এই ঘোষণা দিয়েছেন। আশা করি তিনি তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন এবং নিজের মত পরিবর্তন করবেন।’

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।