মেসির অবসরে হতাশ টাইগাররা


প্রকাশিত: ০৭:৫৫ এএম, ২৮ জুন ২০১৬

বয়স মাত্র ২৯ বছর। যে ফর্ম এবং যে ফিটনেস তাতে আর সাত-আট বছর তো অনায়াসেই খেলতে পারেন লিওনেল মেসি। অথচ, এখনই কি না অবসরের ঘোষণা দিয়ে দিলেন! আন্তর্জাতিক ফুটবলে ঐতিহ্যের আকাশি-সাদা জার্সি গায়ে বিখ্যাত ১০ নম্বর জার্সিতে আর দেখা যাবে না মেসিকে।

তার সিদ্ধান্তের পর শুধু ফুটবল বিশ্বেই না রাজ্যর হতাশা নেমে এসেছে ক্রিকেটারদের মনেও। মেসির অবসরের খবরে গত বিশ্বকাপে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কের দায়িত্ব পালন করা মেহেদী হাসান মিরাজের কন্ঠেও ঝড়ে আক্ষেপ। তিনি বলেন, `ফুটবল ইতিহাসের সেরা ফুটবলার মেসির এত অল্প বয়সে অবসরে যাওয়ার বিষয়টি হতাশার। এতে শুধু আর্জেন্টিনারই ক্ষতি হবে না বরং পুরো ফুটবল বিশ্বের জন্যই ক্ষতির কারণ হবে।`

বাংলাদেশ জাতীয় দলের পেস আক্রমণের অন্যতম ভরসা আল-আমিন হোসেন লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেওয়ার ঘোষণায় বলেন, `প্রথমে শুনার পর নিজ কানকে বিশ্বাস করতে পারেননি। আমি সবসময় চেয়েছি মেসির নামের পাশে কমপক্ষে একটি বিশ্বকাপ যুক্ত হোক। তার অবসরের পর মেসিবিহীন আর্জেন্টিনা দল আর আগের মতো থাকবে না। বিষয়টি সত্যিই  দুঃখজনক।`

ব্রাজিল সমর্থক হলেও ক্ষুদে জাদুকরের এমন সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করে এভং এটা মেসির ভুল পদক্ষেপ উল্লেখ করে নিজের ফেসবুক পেজে বাংলাদেশ জাতীয় দলের গতি তারকা রুবেল হোসেন লিখেন, `মেসির কাছ থেকে ফুটবলভক্তরা আজকের ম্যাচে জয় দেখতে চেয়েছিল,কিন্তু সে কিনা এই পরাজয়ের দিনেও আরেকটা পরাজয়ের কথা জানালেন। আমি মনে করি এটা তার ভুল সিদ্ধান্ত!`

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।