মেসির অবসরের ঘোষণায় টুইটারে তোলপাড়


প্রকাশিত: ০৬:৫১ এএম, ২৭ জুন ২০১৬

কোপা আমেরিকার ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর সোমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। মেসির এই ঘোষণার পর সরগরম হয়ে উঠে টুইটার।

মেসিকে নিয়ে টুইটার ব্যবহারকারীদের টুইটে ভরে উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। গুডম্যান চিনকা নামে এক ব্যবহারকারী লিখেন, মেসি মেসড আপ #গেম অব থ্রোনস ফাইনাল।

দ্য ব্যাড ডক্টর নামে আরেক ব্যক্তি লিখেন, মেসি এমন একটা সময়ে অবসর নিলেন যখন ডাক্তাররা তাদের ক্যারিয়ার শুরু করেন।

রেমা নামে আরেক ব্যবহারকরী লিখেন, মেসি..মেড হিজ হ্যাটার্স হ্যাপি অ্যাগেইন... ম্যান ইজ জিনিয়াস।

উল্লেখ্য, ২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর ২৯ বছর বয়সী মেসি ১১৩টি ম্যাচ খেলে গোল করেছেন ৫৫টি। জাতীয় দলের জার্সি গায়ে তিনটি কোপা আমেরিকার ফাইনাল খেলেছেন মেসি এবং গত বিশ্বকাপে দলকে টেনে তুলেছিলেন ফাইনালে। কিন্তু ৪ বারই ব্যর্থ হয়েছেন তিনি। আর তাই বার্সেলোনার হয়ে ২৮টি শিরোপা জেতা মেসিকে হতাশায় ডুবিয়েছে জাতীয় দলের সাফল্য না পাওয়াটা।



এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।