আবারো সভাপতি হলেন বিতর্কিত শ্রীনিবাসন


প্রকাশিত: ১০:৪৮ এএম, ২৬ জুন ২০১৬

আইপিএল ফিক্সিং ও ম্যাচ পাতানো কাণ্ডের পর থেকেই বিতর্কিত শ্রীনিবাসন। এরপরেই বিসিসিআই ও আইসিসির চেয়ারম্যানের পদ থেকে সরতে হয় তাকে। তবে শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক প্রভাবশালী এবং বিতর্কিত এই সংগঠক আবারো তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন।

তামিলনাড়ু ক্রিকেটে শ্রীনিবাসন এতটাই প্রভাবশালী যে ২০০২-০৩ থেকেই অ্যাসোসিয়েশনের দায়িত্বে রয়েছেন। এ নিয়ে ১৫ বারের মতো সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন সাবেক ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান।

তার সঙ্গী হিসেবে কেএস বিশ্বনাথন সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। এ নিয়ে ১০তম বারের মতো সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হলেন তিনি।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।