শেহজাদের অনুপ্রেরণায় আফ্রিদি


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ২৬ জুন ২০১৬

দুজনই রয়েছেন পাকিস্তান দলের বাইরে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর জাতীয় দলে ফেরা হয়নি শেহজাদ এবং আফ্রিদির। ঘরোয়া লিগে ভালো খেললেও জাতীয় দলে ফেরার মত শারীরিকভাবে নিজেকে ফিট প্রমাণ করতে পারেননি শেহজাদ। এবার এক ভিন্নধর্মী কাজের জন্য আফ্রিদির থেকেই অনুপ্রেরণা নিলেন এই পাকিস্তানি ক্রিকেটার।

শনিবার দেশটির এতিম শিশুদের সঙ্গে ইফতার করেন শেহজাদ এবং তার স্ত্রী সানা আহমদ। ইফতারির আগে সস্ত্রীক শিশুদের সঙ্গে ক্রিকেট খেলেন শেহজাদ। পরবর্তীতে রাতের খাবারও তাদের সঙ্গে খান তারা।

shehzad

বাচ্চাদের সঙ্গে ইফতারির ছবি নিজের টুইটার পেজে পোস্ট করেন শেহজাদ। পরবর্তীতে আফ্রিদি শেহজাদের এমন কাজের জন্য ধন্যবাদ জানান। শেহজাদও আফ্রিদিকে ধন্যবাদ জানিয়ে তাকে উত্তর দেয় এবং তার অনুপ্রেরণায় সবসময়ই আফ্রিদি এটাও বলেন তিনি।

আরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।