জ্যামাইকার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সাকিব


প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২৫ জুন ২০১৬

বিসিবি থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় সিপিএলের প্রথম আসরের পর আর খেলা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। তবে চতুর্থ আসরে জ্যামাইকা তালাওয়াহসের হয়ে মাঠ মাতাবেন সাকিব আল হাসান। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ রাত ৮টায় এমিরেটসের একটি ফ্লাইটে জ্যামাইকার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন সাকিব।

নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে তিনি জানান, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে যাচ্ছি। নিজের পরিবারকে এরই মধ্যে মিস করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।  

প্লেয়ার্স ড্রাফটে ১ লাখ ১০ হাজার ডলারে বাংলাদেশের অলরাউন্ডারকে দলে ভেরায় জ্যামাইকা। দলটিতে সাকিব সতীর্থ হিসেবে পাচ্ছেন কুমার সাঙ্গাকারা, লাসিথ মালিঙ্গা ও জ্যামাইকার ক্রিজ গেইলের মতো অভিজ্ঞ তারকা ক্রিকেটারদের।  

আগামী ২৯ জুন সিপিএলের চতুর্থ আসরের পর্দা উঠলেও সাকিবদের দল জ্যামাইকা তালাওয়াসের প্রথম ম্যাচ ২ জুলাই সেন্ট কিটসের বিপক্ষে।

একনজরে  সাকিবের দলের খেলার সূচি:
০২ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম সেন্ট কিটস- রাত ১০টা
০৫ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম ত্রিনিবাগো নাইট রাইডার্স- ভোর ৫টা
০৮ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স- ভোর ৫টা
১২ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম বার্বাডোস ট্রাইডেন্টস- ভোর ৬টা
১৬ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স- ভোর ৬টা
১৭ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম সেন্ট কিটস- ভোর ৪টা
১৯ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম ত্রিনিবাগো নাইট রাইডার্স- ভোর ৬টা
২১ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম বার্বাডোস ট্রাইডেন্টস- ভোর ৬টা
৩০ জুলাই, ২০১৬- জ্যামাইকা বনাম সেন্ট লুসিয়া জুকস- রাত ১০টা
১ আগস্ট, ২০১৬- জ্যামাইকা বনাম সেন্ট লুসিয়া জুকস- রাত ২টা

(ম্যাচের সূচি বাংলাদেশ সময় অনুযায়ী)

এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।