পরিবর্তন আসছে ধোনি-কোহলিদের বোর্ডের নামে?


প্রকাশিত: ১০:২৯ এএম, ২৫ জুন ২০১৬

মাত্র ৪১ বছর বয়সেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সর্বকনিষ্ঠ সভাপতি হয়ে একে পর এক চমক দিয়ে যাচ্ছেন অনুরাগ ঠাকুর। দুই দিন আগে দলের প্রধান কোচের নাম ঘোষণার পর এবার বোর্ডের নাম পরিবর্তনের ইঙ্গিত দিলেন বিসিসিআইয়ের সভাপতি।  

এ নিয়ে বোর্ডের সভাপতি বলেন, “আমরা ‘কন্ট্রোল’ এর পরিবর্তে ‘কেয়ার’ শব্দটি ব্যবহার করতে যাচ্ছি। আমরা ‘কন্ট্রোল’ শব্দটি দূর করতে চাই। আমরা আমাদের ভক্ত, খেলোয়াড়, কোচ, নির্বাচক, প্রশাসক এবং অন্যান্য স্টেকহোল্ডার যারা ক্রিকেটে ব্যাপার দেখাশোনা করেন, তাদের জন্যই ‘কেয়ার’ শব্দটি ব্যবহার করতে চাচ্ছি।” 

১৯২৮ সালে বিসিসিআই প্রতিষ্ঠার পর কেটে গেছে ৮৮ বছর। এর মধ্যে অনুরাগ ঠাকুর প্রথম ব্যক্তি, যিনি অর্থসমৃদ্ধ বোর্ডের নাম পরিবর্তনের ইঙ্গিত দিলেন। তবে প্রস্তাবটি মাত্র উত্থাপিত হয়েছে এবং নাম চূড়ান্ত হতে এখনও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।  

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।