মেসিদের দেশে ফিরতে নিষেধ করলো ম্যারাডোনা


প্রকাশিত: ১১:৩৪ এএম, ২৪ জুন ২০১৬

টানা তৃতীয় বারের মত কোপা আমেরিকার ফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা। গত বারের মত এবারো ফাইনালে তাদের প্রতিপক্ষ চিলি। এই চিলির কাছে টাইব্রেকারে হেরেই শিরোপা স্বপ্নের মৃত্যু হয়েছিল আর্জেন্টাইনদের। আর এবার আগের বারের পুনরাবৃত্তি হলে মেসিদের দেশে ফিরতে নিষেধ করে দিলেন   ডিয়েগো ম্যারাডোনা।    

আর্জেন্টিনার একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে ম্যারাডোনা বলেন, ‘অবশ্যই আমার মনে হয় আমরা জিতবো।’ কিন্তু জেরার্ডো মার্টিনোর দলকে উদ্দেশ্য করে সতর্ক বার্তাও দেন তিনি, ‘কিন্তু তোমরা যদি না জিত, ফিরে এসো না।’

১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে তার বিখ্যাত সেই দুই গোলের ৩০তম বার্ষিকী ছিল পরশু। সেই উপলক্ষে আর্জেন্টিনার সিফাইভএন টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়েই মেসিদের উদ্দেশে এই কথা বলেছেন ম্যারাডোনা।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।