অলরাউন্ডার থেকে ব্যাটসম্যান হাফিজ
বিশ্বকাপে আর বোলিং করা হচ্ছে না পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজের। চেন্নাইয়ে এক অনানুষ্ঠানিক বোলিং অ্যাকশন পরীক্ষায় আইসিসির নির্ধারিত মানদন্ড পার হতে ব্যর্থ হয়েছেন পাকিস্তানের এই অলরাউন্ডার। সেক্ষেত্রে আসন্ন বিশ্বকাপে হাফিজকে একজন ব্যাটসম্যান হিসেবে স্কোয়াডে দেখা যাবে।
শনিবার অনানুষ্ঠানিক এক পরীক্ষায় ১১টি ডেলিভারির মধ্যে ছয়টিতেই ১৫ ডিগ্রির বেশি কনুই ভাঙ্গে হাফিজের। সেজন্য বিশ্বকাপের আগে বোলিং অ্যাকশনের আনুষ্ঠানিক পরীক্ষায় হয়তো নামবে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এবারের চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে লাহোর লায়ন্সের হয়ে খেলার সময় প্রথম হাফিজের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠে। এরপর নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে আবুধাবি টেস্টে তার বোলিং অ্যাকশন নিয়ে আবারো রিপোর্ট করা হয়।
ডিসেম্বরে আইসিসির সামনে পরীক্ষায় নামতে হয় পাকিস্তানি এই তারকাকে। আর সেই পরীক্ষায় দেখা যায় বোলিংয়ের সময় আইসিসির বেঁধে দেয়া সীমা ১৫ ডিগ্রির থেকে বেশি কনুই ভাঙ্গেন হাফিজ। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করা থেকে নিষিদ্ধ করা হয় তাকে।