নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন ভিটরি


প্রকাশিত: ০৩:৪১ এএম, ২৪ জুন ২০১৬

নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন জিম্বাবুয়ের পেসার ব্রায়ান ভিটরি। বোলিং অ্যাকশন শোধরানর ফলে আবারো তাকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার অনুমতি দিয়েছে আইসিসি। এর ফলে জিম্বাবুয়ের দলে ফিরতে আর কোন বাঁধা রইল না তার। পরীক্ষাগারে তার সবরকমের বল করার সময় কনুই ১৫ ডিগ্রির ভেতরে ছিল। তবে তার বোলিং যদি আবারো সন্দেহজনক মনে হয় সেক্ষত্রে আবারও ম্যাচ আম্পায়াররা চাইলে তার বিরুদ্ধে রিপোর্ট করতে পারবেন।  

চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের সঙ্গে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে বোলিং করার সময় তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে আম্পায়াররা। পরে চেন্নাইয়ে পরীক্ষাতে ধরা পড়ে ডেলিভারির সময় অনুমোদিত ১৫ ডিগ্রির বেশি বেঁকে যায় ভিটরির কনুই। ফলে ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ ছিলেন জিম্বাবুয়ের এই পেসার।

ওয়ানডেতে অভিষেকের পরেই পুরো বিশ্বে চমক দেখিয়েছিলেন ভিটরি। প্রথম বোলার হিসেবে ওয়ানডেতে প্রথম দু ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন তিনি। যদিও মোস্তাফিজুর রহমান ২০১৫ সালেই দ্বিতীয় বোলার হিসেবে প্রথম দু ওয়ানডেতে পাঁচ উইকেট করে নিয়েছেন।

আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।