লিগের শীর্ষ উইকেট শিকারি


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ২৩ জুন ২০১৬

ব্যাটসম্যানদের মত বোলিংয়েও এবারের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দাপট দেখিয়েছেন পুরনো তারকারাই। বিশেষ করে জাতীয় দলের খেলোয়াড়দের পারফরম্যান্স ছিল নজরকারা। অতীতের স্পিন উইকেট ছেড়ে স্পোর্টিং উইকেটে খেলা হওয়ায় দাপট দেখিয়েছেন পেসাররা। সেরা তালিকায় অন্যান্য বারের মত তাই স্পিনারদের আধিক্য নেই এবার। যদিও শীর্ষ উইকেট শিকারী হয়েছেন ভিক্টোরিয়ার হয়ে খেলা শ্রীলঙ্কান স্পিনার চতুরঙ্গা ডি সিলভা।

এবারের লিগে শ্রীলঙ্কান অলরাউন্ডার চতুরঙ্গা ডি সিলভা এক মাত্র বিদেশী তারকা যিনি ব্যাটিং বা বোলিং সেরা তালিকায় রয়েছেন। ১৪ ম্যাচে এ স্পিনারের সংগ্রহ ৩০ উইকেট। আবাহনীর বিপক্ষে ৩৫ রানে ৬টি উইকেট নিয়েছিলেন এ লঙ্কান। এরপরই রয়েছেন একই দলের ডানহাতি পেসার কামরুল ইসলাম রাব্বি। ১৬ ম্যাচে নিয়েছেন ২৭ উইকেট।

এবারের লিগে শুরুতে আলোচনায় ছিলেন না আবাহনীর সাকলাইন সজীব। বুধবার প্রাইম ব্যাংকের বিপক্ষে ৫৮ রানে ৭ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেই সেরা পাঁচে চলে আসেন তিনি। ১৬ ম্যাচে তার সংগ্রহ ২৬ উইকেট। এক ম্যাচ কম খেলে সমান সংখ্যক উইকেট নিয়ে একই দলের তাসকিন আহমেদ রয়েছেন এর পরেই। গড়ে সামান্য পিছিয়ে থাকায় চতুর্থ স্থানে আছেন তাসকিন।

লিগের শুরু থেকেই দুর্দান্ত বোলিং করা আল-আমিন হোসেন রয়েছেন পাঁচ নম্বরে। ১৬ ম্যাচে ২৫টি উইকেট নিয়েছেন তিনি। তবে এবারের লিগে সুপার লিগে উঠলে হয়তো শীর্ষে থাকতেন কলাবাগান ক্রীড়া চক্রের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথম পর্বের ১১ ম্যাচে নেওয়া ২২ উইকেট দিয়েই ছয় নম্বর অবস্থানে রয়েছেন তিনি।

নাম

দল

ম্যাচ

উইকেট

গড়

সেরা

৪/৫উইকেট

চতুরঙ্গা ডি সিলভা

ভিক্টোরিয়া

১৪

৩০

১৮.৯০

৬/৩৫

১/৩

কামরুল ইসলাম রাব্বি

ভিক্টোরিয়া

১৬

২৭

২৭.৯২

৪/৩৮

২/০

সাকলাইন সজীব

আবাহনী

১৬

২৬

২০.৫৭

৭/৫৮

০/১

তাসকিন আহমেদ

আবাহনী

১৫

২৬

২১.০৭

৪/৩২

১/০

আল-আমিন হোসেন

দোলেশ্বর

১৬

২৫

২৩.০০

৩/২৯

০/০


আরটি/আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।