ইতালিকে হারিয়ে শেষ ষোলোতে আয়ারল্যান্ড


প্রকাশিত: ০৫:৪০ এএম, ২৩ জুন ২০১৬

শেষ মুহূর্তের গোলে আসরের অন্যতম ফেভারিট ইতালিকে হারিয়ে শেষ ষোলোয় নিশ্চিত করেছে রিপাবলিক অব আয়ারল্যান্ড। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১-০ গোলের পায় আইরিশরা।    

ফ্রান্সের লিলে বুধবার রাতে ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আয়ারল্যান্ড। ২৫ গজ দূর থেকে মিডফিল্ডার জেফ হেনড্রিকের শট পোস্টের পাশ দিয়ে বাইরে চলে গেলে বেঁচে যায় ইতালি। ম্যাচের ২১ মিনিটে আইরিশ ফরোয়ার্ড ড্যারিল মার্ফির শট কোনোমতে ঠেকান নিয়মিত গোলরক্ষক বুফ্ফনের পরিবর্তে নামা সালভাতোরে সিরিগু। প্রথমার্ধে উল্লেখযোগ্য তেমন কোন আক্রমণ করতে পারেনি ইতালি। ফলে গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

ireland

বিরতি থেকে ফিরে অনেকটা ছন্দে দেখা যায় ইতালিকে। ম্যাচের ৫৩ মিনিটে মিডফিল্ডার মাত্তিয়া দে সিলিওর বাড়ানো বলে সিমোনে জাজার করা ভলি ক্রসবারের একটু উপর দিয়ে চলে যায়। আর ৭৭ মিনিটে বদলি নামা লরেন্সো ইনসিনিয়ের শট পোস্টে লাগলে হতাশা বাড়ে ইতালির।

তবে ম্যাচের ৮৪ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হন বদলি নামা নরিচ সিটির মিডফিল্ডার ওয়েস হুলাহান। তবে পরের মিনিটে তার বাড়ানো ক্রসে হেডে জয়সূচক গোল করেন তারই ক্লাব সতীর্থ রবি ব্র্যাডি। বাকি সময় আর গোল না হলে শেষ ষোলোতে যাওয়ার আনন্দ নিয়েই মাঠ ছাড়ে আইরিশরা। এদিকে গ্রুপের অন্য ম্যাচে একমাত্র গোলে সুইডেনকে হারিয়ে শেষে ষোলো নিশ্চিত করেছে বেলজিয়ামও।

এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।