আমির তো আমাদের ছোট ভাইয়ের মত : ওয়াহাব


প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২১ জুন ২০১৬

যে মাঠ থেকে কলঙ্কের কালিমা গায়ে মেখেছিলেন, সেই লর্ডসেই আবার মোহাম্মদ আমির ফিরছেন কুলীন শ্রেণির ক্রিকেট- টেস্টে। ক্যারিয়ারে নিশ্চিত এটা মোহাম্মদ আমিরের দ্বিতীয় অধ্যায়। কয়েকদিন আগেই তিনি বলেছিলেন, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ফিরলেও টেস্টই আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। সেই লক্ষ্য অর্জনের পথে আর মাত্র কয়েকটা দিন। এরপরই ইংল্যান্ডের বিপক্ষে গৌরবের সাদা জার্সি এবং সবুজ ক্যাপটা মাথায় তুলে নেবেন ২৪ বছর বয়সী মোহাম্মদ আমির।

এমন একটি ঐতিহাসিন মুহূর্তের সামনে দাঁড়িয়ে যখন আমির প্রতিপক্ষের ব্যাটিং দেয়ালে ভাঙন ধরানোর ছক কষছেন, তখন তার পাশে এসে দাঁড়ালেন পাকিস্তানের আরেক পেসার ওয়াহাব রিয়াজ। তিনি বলেন, পাকিস্তান দলে মোহাম্মদ আমির তো আমার ছোট ভাইয়ের মত। তাকে আমি ছোট ভাইয়ের মতই দেখি।

যে সিরিজে মোহাম্মদ আমিররা নিউজ অব দ্য ওয়ার্ল্ডের স্টিং অপারেশনে স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত হিসেবে ধরা পড়েন, ওই সিরিজেই অভিষেক ঘটে ওয়াহাব রিয়াজের। লর্ডস টেস্টে কেলেঙ্কারির মুখোমুখি হন আমির-আসিফ-সালমান বাট। তার আগের টেস্টেই দ্য ওভালে ইংল্যান্ডকে হারিয়েছিল পাকিস্তান। ওই ম্যাচেই টেস্ট অভিষেক ঘটে রিয়াজের।

আগামী ১৪ জুলাই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে লর্ডসে মাঠে নামছে পাকিস্তান। তার আগেই এই টেস্ট নিয়ে হাইপ উঠে গিয়েছে তুঙ্গে। সে বিষয়টা নিয়েই কথা বললেন ওয়াহাব রিয়াজ। একই সঙ্গে জানিয়ে দিলেন, পাকিস্তান দলটি খুবই ঐক্যবদ্ধ। তাদের মধ্যে কোন কোন্দল নেই। কোন ঝামেলা নেই।

ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া সাক্ষাৎকারে ওয়াহাব রিয়াজ বলেন, ‘সব সময়ই তুমি আমার মুখে হাসি দেখবে। লর্ডসে যখন খেলতে নামবো তখনও আমার মুখে হাসি থাকবে। যদি তুমি সত্যিকার ক্রিকেট খেলো এবং সেটা উপভোগ করো, তাহলে অবশ্যই পারফরম করতে পারবে। আর যদি ভয় করো, তাহলে কখনোই পারফর্ম করতে পারবে না।’

লর্ডসে যখন মোহাম্মদ আমির মাঠে নামবেন, তখন দর্শক প্রতিক্রিয়া কেমন হতে পারে? এর জবাবে রিয়াজ বলেন, ‘অবশ্যই, দর্শকদের বিষয়ে তো আগে থেকে কিছু বলা যায় না। তারা আসবে ক্রিকেট দেখতে। গ্যালারিতে বসে প্রতিক্রিয়া প্রকাশের বিষয়ে স্বাধীন তারা।’

আমির সম্পর্কে ওয়াহাব রিয়াজ বলেন, ‘সে অনেক সংগ্রাম করেছে, অনেক পরিশ্রমও করেছে। গত পাঁচ বছরে অনেক কিছুই শিখেছে সে। আগের চেয়ে অনেক বেশি শক্তিশালিও এখন সে। অনেক সমালোচক রয়েছে তার। তবে নিজের পারফরম্যান্স দিয়েই এসব সমালোচনার জবাব দিতে চায় সে। এটাই আসলে হওয়া উচিৎ।’

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।