মেসিকে ভয় পায় না আমেরিকা


প্রকাশিত: ১১:৪৩ এএম, ২০ জুন ২০১৬

স্বাগতিক হয়ে সেমিফাইনালে ওঠা সম্পন্ন। এবার আরো এক ধাপ এগিয়ে যাওয়ার পালা। বারাক ওবামার দেশ আমেরিকার সামনে এবার মেসির আর্জেন্টিনা। দুর্দান্ত ফর্মে থাকা টাটা মার্টিনোর দল টুর্নামেন্টের সবকটি ম্যাচেই জয়ের দেখা পেয়েছে। ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে ইতোমধ্যে ৪ গোল করে ফেলেছেন মেসি। তার বিপক্ষে খেলতে বিশ্বের যেকোন দলেরই একটু ভাবার দরকার হয়। কিন্তু আমেরিকা বলেই কি না তারা একটু ব্যতিক্রম! মেসিকে কোনরকম ভয়ই পাচ্ছে না আমেরিকা।  

হস্টন স্পোর্টস পার্কে সেমিফাইনালে নামার লক্ষ্যে অনুশীলন করার পূর্বে আমেরিকার কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান বলেন, ‘আমরা তাদেরকে ভয় পাই না। আমরা তাদের খেলোয়াড়দের সম্মান করি। এটি আমাদের জন্য বিশেষ একটি মুহূর্ত বলতে গেলে জীবনে একবার আসে অনেকটা এমনই। আমরা সেমিফাইনালে উঠেছি। আপনি নিজেকে নিয়ে গর্ব করতে পারেন কিন্তু এখনো অনেক এগিয়ে যেতে হবে।’

মেসিদের ভয় পেলেও মেসিকে সর্বকালের সেরা খেলোয়াড় মানছেন আমেরিকার অধিনায়ক ব্রাডলি। ‘সে সম্ভবত সর্বকালের সেরা খেলোয়াড়। কিন্তু এমন অনেক উদাহরণ আছে যে ম্যাচে খারাপ খেলেও ৯০ মিনিটে জয় নিয়ে মাঠ ছেড়েছে দল।’

অন্যদিকে কোচ ক্লিন্সম্যান লড়াই করার আভাস দিলেন আর্জেন্টিনার বিপক্ষে। ‘আমরা কামড় দিতে, লড়তে, তাড়া করতে প্রস্তুত। সেটার সঙ্গে আমরা বাড়তি কিছু করতে পারলে ভালোই হবে। আমাদের রক্ষণটা অনেক ভালো হতে হবে, নতুবা কাজে আসবে না। সেই কাজটা সহজ হবে না আর্জেন্টিনার বিপক্ষে। তবে পুরো টুর্নামেন্টেই আমাদের রক্ষন দারুণ খেলেছে। সেই কাজটা সহজ হবে না। তবে পুরো টুর্নামেন্টে আমাদের রক্ষণ দারুণ খেলেছে।’

আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।