বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন রুবেল


প্রকাশিত: ০৯:০১ এএম, ২০ জুন ২০১৬

বাংলাদেশের স্পিডস্টার, পেসার রুবেল হোসেনকে ফেরানো হয়েছে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে। শৃঙ্খলা সম্পর্কিত সমস্যা থাকার কারণে গত ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া হয় রুবেলকে। অবশেষে চারমাস শাস্তি ভোগ করার পর বিসিবির বোর্ড অব ডিরেক্টরসদের সভায় আবারও চুক্তিতে ফেরানোর বিষয়টি অনুমোদন দেয়া হয়।

সন্দেহ নেই, বাংলাদেশের পেস অ্যাটাকে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য রুবেল। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে তোলার পেছনে অসাধারণ অবদান ছিল রুবেলের। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে তার ম্যাজিক্যাল স্পেলই বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিয়েছিল।

সেই বোলারকেই কি না হঠাৎ বিসিবি তাদের কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে দিল! সময়টা এমনিতেই খারাপ যাচ্ছিল রুবেলের। ইনজুরিতে পড়ে জাতীয় দলের বাইরে। আরও দীর্ঘ সময় বাইরে থাকতে হবে। এমন সময় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেয়া হলো তাকে। যদিও বিসিবি থেকে বলা হয়েছিল, পূনর্বাসনের জন্য যে নিয়ম বেধে দেয়া হয়েছিল সেটা মানেননি তিনি। এ কারণেই ডিসিপ্লিনারি অ্যাকশন নেয়া হয়েছে।

ইনজুরির কারণে গত বছর জুলাই থেকে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি রুবেল। গত সেপ্টেম্বরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারতে খেলার সময় আবারও চোটে পড়েছিলেন এই পেসার।

চোট কাটিয়ে বিপিএলে সিলেট সুপার স্টারসের হয়ে মাঠে ফেরেন এবং ছয়টি ম্যাচও খেলেছিলেন। এরপর আবার চোটে পড়ায় ডিসেম্বরের পর থেকে মাঠের বাইরেই ছিলেন এই পেসার। খেলতে পারেননি এশিয়া কাপ এবং বিশ্বকাপও। এবার চোট থেকে ফিরে খেলছেন প্রিমিয়ার লিগ। পুরো ফিটও রয়েছেন তিনি। প্রাইম ব্যাংকের হয়ে ১৩ ম্যাচে ২৯.২৬ গড়ে নিয়েছেন ১৫ উইকেট। ওভার প্রতি রান দিয়েছেন ৪.৫২ করে।

অবশেষে নিষেধাজ্ঞার খাঁড়া কাটিয়ে রোববার কেন্দ্রীয় চুক্তিতে ফিরতে পারলেন রুবেল। চুক্তিতে আগের অবস্থানেই ফিরে এসেছেন তিনি। আগে ছিলেন ‘এ’ ক্যাটাগরিতে। মাসিক পারিশ্রমিক হিসেবে পেতেন দেড় লাখ টাকা করে। চলতি মাস থেকে আবারও নিয়মিত পারিশ্রমিক পাবেন তিনি।

আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।