বৃষ্টিতে ভেসে গেলো দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচ


প্রকাশিত: ০৭:৪৩ এএম, ২০ জুন ২০১৬

বার্বাডোজের কেনসিংটন ওভালে টসও হয়েছিল। টস জিতে অস্ট্রেলিয়া ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলো দক্ষিণ আফ্রিকাকে। সময়মত খেলাও শুরু হয়েছিল। প্রথম ওভার খেলা হওয়ার পর সেই যে বৃষ্টি নামলো, শেষ পর্যন্ত তুমুল বৃষ্টিতে ভেসেই গেলো পুরো ম্যাচ। একই সঙ্গে ত্রিদেশীয় সিরিজে পয়েন্টও ভাগাভাগি করে নিল দু’দল।

এই ম্যাচটি ছিল দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের ২০০তম ওয়ানডে ম্যাচ। দলও প্রস্তুত ছিল অধিনায়ককে বিশেষ কিছু উপহার দিতে; কিন্তু নিয়তি বুঝি ভিন্ন কিছু পরিকল্পনা করে রেখেছিল! ডি ভিলিয়ার্সের ডাবল সেঞ্চুরির এই ম্যাচটিতে জিতলো বেরসিক বৃষ্টিই। সুতরাং, একরাশ হতাশা নিয়েই মাঠ ছাড়তে হলো প্রোটিয়া ক্রিকেটারদের।

পয়েন্ট ভাগাভাগি করার ফলে ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট দাঁড়াল ১২। ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট দাঁড়াল ৮। এই ম্যাচটি জিতলে ফাইনাল নিশ্চিত হয়ে যেতো প্রোটিয়াদের।

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।