বুধবারের মধ্যেই চূড়ান্ত হবে বোলিং কোচ


প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১৯ জুন ২০১৬

দুই সপ্তাহ আগেই জানা গেছে বাংলাদেশের হয়ে আর কাজ করছেন না জিম্বাবুয়ের সাবেক পেসার হিথ স্ট্রিক। তাই আনুষ্ঠানিকভাবে বোলিং কোচের অনুসন্ধানে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখনও নির্বাচন করতে পারেননি কে হচ্ছেন বোলিং কোচ। তবে আগামী বুধবারের মধ্যেই বোলিং কোচের ব্যপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন বলে জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

রোববার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামের বিসিবির ১৪তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। এ সভা শেষে পাপন বলেন, ‘বোলিং কোচ নিয়ে আলাপ হচ্ছে। দুজন আগ্রহ দেখিয়েছে। ওরা কাজ করতে রাজী, আমাদের সাথে টাকা পয়সার বিষয়টিও চূড়ান্ত হয়েছে। আগামী বুধবারের মধ্যে বোলিং কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো।’

তবে কোন দুই জনের সঙ্গে আলোচনা হচ্ছে তা জানাননি বিসিবি প্রধান। কারণ এর বাইরেও যদি ভালো কেউ আগ্রহ দেখানোর ইচ্ছা পোষণ করেন তা হলে তারা আগ্রহ হারিয়ে ফেলতে পারেন বলে উল্লেখ করেন তিনি। তবে মানসম্মত কোচ নিয়োগ হবে বলেই প্রত্যয় প্রকাশ করেন পাপন।

আরটি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।