হাবিবুল বাশার এখন নারী দলের প্রধান নির্বাচক


প্রকাশিত: ১২:১৩ পিএম, ১৯ জুন ২০১৬

বাংলাদেশ নারী ক্রিকেট দলের এতো দিন আলাদা কোন নির্বাচক কমিটি ছিল না। পুরুষ ক্রিকেট দলের যে কমিটি ছিল, অলিখিতভাবে তাদের ওপরই নারী ক্রিকেট দল গঠন করার দায়িত্ব অর্পন করা হয়েছিল। তবে এবার আলাদা করে নির্বাচক কমিটি পেলো সালমা-জাহানারারা। একই সঙ্গে পুরুষ দলের নির্বাচক কমিটির ওপর থেকেও দায়িত্ব কমিয়ে দেয়া হলো নারী ক্রিকেট দলের জন্য নির্বাচক কমিটি গঠন করে।

পুরুষ ক্রিকেট দলের যে নির্বাচক কমিটি ছিল, সেখান থেকে সরিয়ে আনা হয়েছে সাবেক অধিনায়ক কাজী হাবিবুল বাশার সুমনকে। তাকে দিয়ে নারী ক্রিকেট দলের জন্য গঠন করা হয়েছে এক সদস্য বিশিষ্ট নির্বাচক কমিটি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটির সভায় আজ এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে ব্রিফিংকালে এ কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

আইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।