ধর্ষককে বাঁচানোর চেষ্টা ভারতীয় ক্রিকেট বোর্ডের


প্রকাশিত: ১১:৩২ এএম, ১৯ জুন ২০১৬

পুরো ক্রিকেটবিশ্বে তোলপাড় শুরু হয়ে গেছে। জিম্বাবুয়েতে ধর্ষনের অভিযোগে গ্রেফতার হয়েছেন এক ভারতীয় ক্রিকেটার। কিন্তু অভিযুক্ত ক্রিকেটার নাম প্রকাশ করতে চাইছে না ভারত। এমনকি বিষয়টা ধামাচাপা দেয়ার জন্য জোর লবিং চালাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে, ঘটনা যে সত্যি সেটা স্বীকার করেছেন হারারে পুলিশ কমিশনার চ্যারিটি চারাম্বা।

চারাম্বার মতে, একজন ভারতীয়কে হোটেল থেকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।  তিনি বলেন, ‘ভারতীয় একজন ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ তদন্তের খাতিরেই অভিযুক্ত ক্রিকেটারের নাম গোপন রাখছে। তদন্ত করে তার দায়ভার আদালতে প্রেরণ করা হবে।’

তাছাড়া জিম্বাবুয়ের উন্নয়ন প্রকল্পের এক কর্মকর্তা বলেন, ‘এটি অনেকটা প্রতারণামূলক কাজকর্ম। দু’দেশের কূটনীতিক পর্যায়ে আলোচনা করে এই ঘটনার নিষ্পত্তি করা উচিত। মানুষের অবশ্যই সচেতন থাকতে হবে কারণ ভারতীয় অ্যাম্বাসেডর চেষ্টা চালাচ্ছে হোটেলের লোকদের সঙ্গে কথা বলে যাতে কাউকে গ্রেফতার না করে অথবা সেই নারীর সঙ্গে সমঝোতায় চলে আসে।’

আরআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।