হাসপাতাল থেকে বাসায় ফিরলেন শুভ


প্রকাশিত: ০৮:০২ এএম, ১৯ জুন ২০১৬

তাসকিনের বলে শনিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয়ে ঢাকার এপোলো হাসপাতালে ভর্তি হন সোহরাওয়ার্দি শুভ। ২৪ ঘণ্টা চিকিৎসকদের তত্ত্বাবধান শেষে আজ বাসায় ফিরেছেন। সোহরাওয়ার্দি শুভর স্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে শুভর স্ত্রী জাগো নিউজকে বলেন, শুভর শারীরিক অবস্থা এখন ভালো। ডাক্তারের পরামর্শেই তাকে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে সাত দিন পর একটি চেকআপের জন্য আবারো হাসপাতালে আসতে হবে।

আবাহনী-ভিক্টোরিয়া ম্যাচে তাসকিনের করা ইনিংসের ২৫তম ওভারে ২১ রান নিয়ে ব্যাটিং করছিলেন শুভ। ওভারের তৃতীয় বলটি বাউন্সার মনে করে কিছুটা নিচু হয়েছিলেন তিনি। কিন্তু দুর্ভাগ্য তার বল ততটা উঁচু হয়নি। উল্টো তার মাথার নিচের ডান কানের পিছনের দিকে বিপজ্জনক জায়গায় লাগে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন শুভ।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।