তাসকিনের যে বলের আঘাতে হাসপাতালে গেলেন শুভ (ভিডিও)


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১৮ জুন ২০১৬

আবাহনীর বিপক্ষে ব্যাট করছিলেন ভিক্টোরিয়ার ব্যাটসম্যান সোহরাওয়ার্দি শুভ। ইনিংসের ২৫তম ওভারে বল করছিলেন পেসার তাসকিন আহমেদ। ২১ রান নিয়ে ব্যাট করছিলেন ভিক্টোরিয়ার বাঁ-হাতি এ ব্যাটসম্যান। ওভারের তৃতীয় বলটি করলেন তাসকিন। বাউন্সার ভেবে বলটি ছেড়ে দেয়ার জন্য হালকা নিচু হয়েছিলেন শুভ। কিন্তু যতটা ভেবেছিলেন, ততটা বাউন্স হয়নি- বল নিচু হয়েই এসেছিল এবং হেলমেট থাকা সত্ত্বেও ঘাড়ের খুবই স্পর্শকাতর জায়গায় আঘাত করলো বলটি।

সেই আঘাতে সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ছিলেন শুভ। দৌড়ে এলেন প্রতিপক্ষ আবাহনীর খেলোয়াড়রা। আম্পায়াররাও এলেন। ততক্ষণে হাত-পা ছড়িয়ে দিয়ে পুরোপুরি অজ্ঞান যেন শুভ। দ্রুত তাকে নিয়ে আসা হলো মাঠের বাইরে। প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠানো হলো রাজধানীর এপোলো হসপিটালে। সেখানে সিটি স্ক্যানের পর ডাক্তাররা বললেন, শঙ্কার কারণ নেই। শুভ বিপদমুক্ত।

তবে যেভাবে বলের আঘাত লেগেছে শুভ’র ঘাড়ের স্পর্শকাতর জায়গায়, সেভাবে শঙ্কার কালোমেঘ ভর করেছিল সবার মনেই। মাত্র দুই বছর আগে অস্ট্রেলিয়ার সিডনিতে শন অ্যাবোটের বাউন্সারে মাথায় আঘাত পেয়ে পরপারেই পাড়ি জমাতে হয়েছিল ফিলিপ হিউজকে। সে স্মৃতি তো এখনও তরতাজা। এরপরও বলের আঘাতে হোক আর যেভাবেই হোক, মাঠে ক্রিকেটারের মৃত্যুর বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে।

এ কারণেই শঙ্কার কালোমেঘ ভর করেছিল। সেই শঙ্কাটা আপাতত কেটে গেলেও সোহরাওয়ার্দি শুভকে ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখার জন্য হাসপাতালে রেখে দেয়া হয়েছে।

তাসকিনের যে বলের আঘাতে হাসপাতালে যেতে হয়েছে শুভকে, দেখুন সেই বলের ভিডিও



আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।