ফিক্সারদের আজীবন নিষিদ্ধ করার পক্ষে আমির


প্রকাশিত: ১০:২৫ এএম, ১৮ জুন ২০১৬

নিজেই স্পট ফিক্সিংয়ে ৫ বছরের নিষেধাজ্ঞা কাঁটিয়ে ফিরেছেন স্বপ্নের ক্রিকেট ভুবনে। যে ইংল্যান্ডের মাটিতে ফিক্সিংয়ের দায়ে প্রায় শেষ হতে বসেছিল তার জীবন, সেই ইংল্যান্ডের মাটিতেই টেস্ট দিয়ে আবারো ফিরছেন ক্রিকেটের এই ফরম্যাটে। ফিক্সিংয়ের খারাপ দিকগুলো বেশ ভালোভাবেই নাড়া দিয়েছে মোহাম্মদ আমিরকে। তাইতো এবার নিজেই ফিক্সারদের আজীবন নিষিদ্ধ করার পক্ষে মত দিলেন আমির।   

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে দেশ ত্যাগের আগে এক সাক্ষাৎকারে আমির বলেন, ‘যদি ফিক্সিং এখনো চলতে থাকে তাহলে সেটি সত্যিই উদ্বেগজনক। আমার মতে, ফিক্সাদের আজীবন নিষিদ্ধ করা উচিত।’

কয়েকদিন আগেই ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক অ্যালিস্টার কুকও জানিয়েছিলেন, ফিক্সারদের আজীবন নিষিদ্ধ করার কথা। ফিক্সারদের নিষিদ্ধের পক্ষে মত দিলেও আবারো ক্রিকেটে ফিরতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন আমির। ‘সত্যি কথা বলতে আমি কখনো ভাবিনি আবারো ফিরতে পারবো এবং আমার মনে হয় আমি খুব ভাগ্যবান যে আবারো টেস্ট খেলতে পারছি।’

পাঁচ দিনের ক্রিকেটে ফিরেই নিজের রোমাঞ্চকর অনুভূতির কথা জানাতে ভোলেননি আমির। ‘আমি টেস্ট ক্রিকেট নিয়ে সবসময়ই উত্তেজিত কেননা এই এটার মাধ্যমে একসময় আমার ক্যারিয়ার শেষ হতে বসেছিল। আমি এখনো বিশ্বাস করতে পারছিনা ঐসব কাজ আমি করেছিলাম।’

আরআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।