সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড পেলেন নেইমার


প্রকাশিত: ০৭:৩২ এএম, ০২ জানুয়ারি ২০১৫

ফুটবল ক্যারিয়ারে প্রথমবারের মতো সাম্বা গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছেন ব্রাজিলের অধিনায়ক নেইমার। দেশটির যে সব ‍ফুটবলার ইউরোপে খেলেন, তাদের মধ্য থেকে ভোটের মাধ্যমে নির্বাচিত একজন পেয়ে থাকেন বর্ষসেরা ‍খেলোয়াড়ের পুরস্কার।

ইউরোপে স্পেনের ক্লাব বার্সেলোনার হয়ে খেলছেন নেইমার। এ মৌসুমে বার্সার হয়ে ১৩টি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলে ১১টি গোল করেছেন সান্তোসের সাবেক এই ফরোয়ার্ড। আগামী ফেব্রুয়ারিতে বার্সেলোনায় পুরস্কারের ট্রফি তুলে দেওয়া হবে নেইমারের হাতে।

এর আগে তিন বছর এই পুরস্কার জিতেছেন পিএসজির ডিফেন্ডার থিয়াগো সিলভা। ২৯.২% ভোট পেয়ে এবার পুরস্কার নিজের করে নিয়েছেন নেইমার। দ্বিতীয় চেলসির উইলিয়ান ও তৃতীয় হয়েছেন অ্যাতলেটিকো মাদ্রিদের মিরান্ডা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।