২৭ আগস্ট শুরু শেখ রাসেলের এএফসি কাপ মিশন


প্রকাশিত: ০৫:২৪ এএম, ১৭ জুন ২০১৬

শেখ জামালের পরিবর্তে পেশাদার লিগে রানার্সআপ হওয়ার সুবাদে এএফসি কাপের প্লে-অফ রাউন্ডের বাছাইপর্বে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশের ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্র। এবার হয়ে গেল সেই প্লে-অফ রাউন্ডের বাছাইপর্বের ড্র।

Russell

ভূটানের ক্লাব তেরতুঙ্গস এবং চাইনিজ তাইপের তাতুঙ্গ ক্লাবের বিপক্ষে একই গ্রুপে লড়বে শেখ রাসেল। ২৩ আগস্ট গ্রুপের প্রথম ম্যাচে ভূটানের মাটিতে লড়বে তাতুঙ্গের বিপক্ষে। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ২৫ আগস্ট স্বাগতিক ক্লাব তেরতুঙ্গসের বিপক্ষে মাঠে নামবে শেখ রাসেল।

Russell

এর আগে ২০১৫ সালে এএফসি কাপের বাছাইপর্বে তাজিকিস্তানের এফসি খাইয়ের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছিল শেখ রাসেল। ২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ চ্যাম্পিয়ন হিসেবে এএফসি প্রেসিডেন্টস কাপের বাছাই পর্বে খেলার সুযোগ পেয়েছিল শেখ রাসেল। সেবার বাছাইপর্ব পেরিয়ে প্লে-অফ ম্যাচে খেলার সুযোগও পায় তারা। ওই প্লে-অফই এখন এএফসি কাপের বাছাই পর্ব নামে পরিচিত।

আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।