শুক্রবারই নিজের ভবিষ্যৎ জানাবেন মিসবাহ


প্রকাশিত: ১১:৫৪ এএম, ১৬ জুন ২০১৬

বয়সটা অনেক হয়ে গেছে। ৪২ বছর বয়সে একটা আন্তর্জাতিক দলের অধিনায়কত্ব করা অনেক কঠিন কাজই বটে। আর সেটিই গত কয়েক বছর ধরে সফলতার সঙ্গে করে যাচ্ছেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক। কিন্তু এবার সময় হয়েছে বিদায়ের। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে ১৭ তারিখেই আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানাবেন মিসবাহ উল হক।

সামনেই রয়েছে ইংল্যান্ডের সঙ্গে সিরিজ। তাদের মাটিতেই হওয়া এই সিরিজ অন্যান্য যেকোন সিরিজের থেকে কঠিন হবে বলে আশা করছেন মিসবাহ। তবে সেই সিরিজে নামার আগেই পাকিস্তানের জার্সিতে নিজের ভবিষ্যৎ নিশ্চিত করে যেতে চান তিনি।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তা জানান, ‘মিসবাহ শুক্রবার সংবাদ সম্মেলনের মাধ্যমেই সকলকে জানিয়ে দেবেন কবে নাগাদ তিনি অবসর নেবেন।’

ওয়ানডে বিশ্বকাপে দলের ভরাডুবির দায়ভার নিজের কাঁধে নিয়ে একদিনের ক্রিকেট এবং টি২০ ক্রিকেট থেকে অবসর নেন মিসবাহ। তারপরই টেস্টে মনোযোগী হয়ে ওঠেন এই বর্ষীয়ান ক্রিকেটার। ভিভ রিচার্ডসের করা ৫৬ বলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডেও ভাগ বসিয়েছিলেন।

অন্যদিকে ইংলিশদের বিপক্ষে ভালো করার ব্যাপারে বেশ আশাবাদী মিসবাহ। ব্যাটিং এবং বোলিং সবক্ষেত্রেই খেলোয়াড়রা রয়েছে দুর্দান্ত ফর্মে। মিসবাহ বলেন, ‘২০১০ সালের থেকে এবার আমাদের ব্যাটিং লাইন-আপ বেশ অভিজ্ঞ। সে কারণেই ফলাফলও ভালো হবে বলেই আমি বিশ্বাস করি।’

আরআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।